ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চতুর্থ শিল্পবিপ্লবের মানদণ্ড তৈরিতে ইউনেস্কোর প্রতি আহ্বান

প্রকাশিত: ১৩:২১, ১৪ নভেম্বর ২০১৯

 চতুর্থ শিল্পবিপ্লবের  মানদণ্ড তৈরিতে  ইউনেস্কোর  প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নৈতিক মানদণ্ড তৈরি করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বুধবার (১৩ নবেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে সংস্থাটির ৪০তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আইসিটি শিক্ষায় খুব গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাইমারী ও সেকেন্ডারি লেভেলে ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি কারিকুলাম ডেভেলপমেন্টের কাজ চলছে।
×