ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকায় গণপূর্তমন্ত্রীর ত্রাণবিতরণ

প্রকাশিত: ১৪:০০, ১৪ নভেম্বর ২০১৯

বুলবুলে ক্ষতিগ্রস্ত  এলাকায় গণপূর্তমন্ত্রীর   ত্রাণবিতরণ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৩ নবেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সকল দুর্যোগে মানুষের পাশে থাকতেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সকল দুর্যোগে জনগণের পাশে থাকেন সুতরাং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি স্বরূপকাঠিতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বুধবার দুপুর থেকে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে ত্রাণবিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, পৌর মেয়র মোঃ গোলাম কবির, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ ফিরোজ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে স্বরূপকাঠিতে ৩ হাজার ৩০০ বাড়িঘর, ৬২ শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক পোল্ট্রি ফার্ম, প্রায় শত কিলোমিটার সড়ক, ৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
×