ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উন্নয়ন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ১৪:০৭, ১৪ নভেম্বর ২০১৯

 উন্নয়ন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে॥ কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের উন্নয়ন ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সারাবিশে^ই আমলাতন্ত্র রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনাদের ওপর দায়িত্ব অনেক। আমরা উন্নয়নের ভিত গড়েছি তা বাস্তবায়নে আপনাদের কাজ করতে হবে। দেশের উন্নয়নে মানুষের জন্য সততা এবং পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান কৃষিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন (বিএএসএ) আয়োজিত ‘সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮: আামদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান কৃষিমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে মূল বিষয় উপস্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের সার্থক উত্তরসূরি তারই সুযোগ্য কন্যা বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের সুখ্যাতি লাভ করেছে এবং উন্নয়নের সুফল থেকে যাতে কেউই বঞ্চিত না হয় সে-লক্ষ্যে সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সুসমন্বিত কর্মপন্থা বাস্তবায়ন করে চলছে। দেশকে একটি কাক্সিক্ষত পর্যায় নিয়ে যেতে ২০১৮ সালে নির্বাচনে ইশতেহারে জাতির কাছে অঙ্গীকার। দেশের দারিদ্রের হার ২০২৩ সালে হবে ১২ শতাংশ এবং ২০৩০ সালে হবে ৪ শতাংশ। চরম দারিদ্র্য হবে শূন্যের কোটায়। বিশেষ অতিথি হিসেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়ন একটি রাজনৈতিক প্রক্রিয়া। রাজনৈতিক লক্ষ্যের আওতায় সারাবিশ্বে উন্নয়ন হয়। গত ১০ বছরের দেশের অর্জন নিয়ে এখন বিশ্বনন্দিত। এই অগ্রগতি সুসংহত ও ত্বরান্বিত করতে হবে। সমস্যা থাকবেই তবে কাজে অগ্রগতি আছে কিনা সেটিও দেখতে হবে জানান এই অর্থনীতিবিদ।
×