ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মন জাটকা ইলিশ জব্দ

প্রকাশিত: ০৫:১৪, ১৪ নভেম্বর ২০১৯

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মন জাটকা ইলিশ জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ জেলার সদরের মেঘনা নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ২টি লঞ্চ থেকে ৩০ মন জাটকা জব্দ করেন কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে জব্দকৃত ওই মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে চরফ্যাসন থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি তাসরিফ-১ ও ফারহান-৪ লঞ্চে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় ২টিতে লঞ্চ থেকে ৩টি ঝুড়ির মধ্যে থাকা প্রায় ৩০ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে:ওয়াসিম আকিল জাকী জানান,উদ্ধারকৃত মাছ সকালে কোস্টগার্ড কার্যালয়ে দু:স্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে ।
×