ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেতুর নির্মাণকাজ জুনে শেষ করার নির্দেশ

প্রকাশিত: ০৫:৫০, ১৫ নভেম্বর ২০১৯

সেতুর নির্মাণকাজ জুনে শেষ করার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী স্পটে নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান। আজ শুক্রবার বেলা ১১টায় তিনি সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান উপস্থিত থেকে দিক নির্দেশনা দেন। খোঁজ-খবর নেন অগ্রগতির। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রেজাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল হুদা, প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী তিত্তজিত রায়, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। প্রধান প্রকৌশলী এসময় আগামি জুনের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য আন্ধারমানিক নদীর উপর ৬৭৭ মিটার দীর্ঘ এ সেতুর এপ্রোচ রয়েছে দুইপাড়ে ৫০০ মিটার। ১৩টি স্প্যানের ওপর নির্মানাধীন সেতুর ব্যয় বরাদ্দ রয়েছে ৮৯ কোটি ৯০ লাখ টাকা।
×