ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপপুরে বেলারুশ নাগরিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৪, ১৫ নভেম্বর ২০১৯

রূপপুরে বেলারুশ নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক রাশিয়ার বেলারুশ নাগরিক বেলাহাউ ইহার (৪৯) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের নিকট কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানাগেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ট্রেট রোশিম নামের একটি বিদেশি সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-পরিচালক পদে কর্মরত বৃহস্পতিবার রাতে বেলাহাউ ইহার এর বুকে ব্যথা শুরু হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক হলে তাকে সন্ধ্যা সাতটায় প্রকল্পের নিজস্ব মেডিকেল হাসপাতালে রাখা হয় পরে তাকে রাজশাহীর বেসরকারী সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এসময় তাঁর সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের চিকিৎসক ডা: ফখরুল ইসলাম উপস্থিত। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, লাশ ময়না তদন্ত এবং হিমাগারে সংরক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানো হবে।
×