ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক ও চালকের মৃত্যু

প্রকাশিত: ০৭:২৫, ১৫ নভেম্বর ২০১৯

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক ও চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদীতে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদ (৫০) নামে এক মাধ্যমিক স্কুল শিক্ষক এবং বোরহান উদ্দিন (৩৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর মন্ডলভোগ গ্রামে রেললাইন অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হামিদ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ও ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার খাজা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। এছাড়া নিহত পাঠাও চালক বোরহান উদ্দিন পাকুন্দিয়ার এগারসিন্দুর বাহাদিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে কুয়েত সোসাইটির অর্থায়নে কটিয়াদী উপজেলার পূর্বমন্ডলভোগ গ্রামে নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে যাচ্ছিলেন আব্দুল হামিদ। দুপুরে উপজেলার মন্ডলভোগ রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী এগারোসিন্দুর গোধূলী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল হামিদ নিহত হয়। এ সময় গুরুতর আহত পাঠাও চালক বোরহান উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ জিআরপি থানার ইনচার্জ আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইন পার হাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদ ঘটনাস্থলে এবং চালক বোরহান উদ্দিন কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ হস্তান্তর করা হয়েছে।
×