ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মা-মেয়েসহ তিনজনের কারাদন্ড

প্রকাশিত: ০৮:১৫, ১৫ নভেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মা-মেয়েসহ তিনজনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকার একটি বাড়িতে শুক্রবার সন্ধ্যায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় সাথী আক্তার আজিমা (৩৭) নামে মা ও তার মেয়ে অর্নী আক্তার পাখী (১৯) সহ মরিয়ম (২০) নামে তিন নারীকে আটকের পর তাদের প্রত্যেক তিনমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট আবদুল্লাহ আল মামুনের । জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকায় সাথী আক্তার আজিমার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে দুইজন পুরুষ পালিয়ে যায় এবং অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকায় সাথী আক্তার, তার মেয়ে অর্নী আক্তার পাখী ও পঞ্চগড় জেলার মরিয়মকে ভ্রাম্যামান আদালত হাতেনাতে আটটের পর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় এলাকাবাসীসহ সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল উপস্থিত ছিলেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তাদের এলাকায় প্রকাশ্যে দেহ ব্যবসা চালিয়ে আসছিল মা ও মেয়ে। এছাড়াও তারা ওই এলাকায় নিয়মিত মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনা করায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে অসামাজিক কার্যকলাপ বন্ধসহ অভিযুক্ত মা ও মেয়েকে এলাকা থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেন। এরপরও তারা তাদের কার্যকলাপ অব্যাহত রেখেছিল।
×