ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলম তালুকদার-এর ছড়া-কবিতা

প্রকাশিত: ০৯:১৮, ১৬ নভেম্বর ২০১৯

আলম তালুকদার-এর ছড়া-কবিতা

আমার পোষা বিড়াল আমার পোষা বিড়াল কি যে চালাক খুঁজে বের করবেই ইঁদুর যেখানেই পালাক। বিড়ালের ভদ্রতা শ্রদ্ধা অফুরান বুক বোঝাই অভিমান আদর কম হলেই আড়ি পালায় কোথায়? দিবে ছেড়ে বাড়ি। খুঁজি আমি তাড়াতাড়ি দেখি সে কুকুরের সঙ্গে করিতেছে মারামারি! যখন যুদ্ধে হারে কাছে পাই তারে না পেরেও প্রতিদিন বিপদ তাড়ায় এইভাবে কেবলই মায়া বাড়ায়। * কে দেখেছে চারাগাছ বড় হতে কে দেখেছে শিশিরবিন্দু আয়নায়? কে নিজের মুখ দেখেছে? টিকটিকি বলে আমি। গোলাপের পাঁপড়ি কে দেখেছে বকুল ফুল ঝড়তে কে দেখেছে? প্রজাপতি বলে আমি। সাগর জলে সূর্যডুবি কে দেখেছে চাঁদনী রাতে জোছনা ভাঙা কে দেখেছে? ইলিশ বলে আমি। হিমালয় হতে সাগর পানে কে ছুটেছে সাগর হতে হিমালয়ে কে ছুটেছে? বিড়ালছানার চোখ ফুটেছে কে দেখেছে? কে দেখেছে সিতিলমনি ঘুমের দেশে সব দেখেছে! * আমার মা আমার মা যে কেমন নিঠুর দিচ্ছি একটু তালিকা বিষম খেয়ে জ্ঞান হারাবে অনেক বালক বালিকা। সকাল হলেই হুকুম আসে সব আছে তো রেডি এবার যদি বেটার না হয় হবেই কামের বেডি! ক্লাসের পরেও কোচিং আছে আসেন ম্যাডাম সারিকা উদাস হয়ে থাকবি যদি তবে স্যারের ঝারি খা। বলতে থাকেন মায়ে আমার বকতে থাকেন বাবা আমি নাকি আদর খেয়ে হচ্ছি আস্ত হাবা! যতই বলি ভাল্লাগে না আজব লেখাপড়া ভাল্লাগে না অংক কষা ভাল্লাগে না ছড়া! এসব শুনে নানান কথা বাড়ছে সবার ভাবনা হয়তো একদিন শুনতে হবে যাও চলে যাও পাবনা! কিন্তু আমি তালে আছি খেল দেখাব ঠিক শর্ত হলো এই কথাটা কেউ করো না লিক্ ।
×