ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিষয়ক এ্যাপস

প্রকাশিত: ০৯:২০, ১৬ নভেম্বর ২০১৯

  স্বাস্থ্যবিষয়ক এ্যাপস

বাংলাদেশের পরিচিত রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। এ নিয়ে যেন অনেকটাই অস্থিরতায় ভুগে এদেশের মানুষ। তবে আশার কথা হচ্ছে সঠিক গাইড লাইন মেনে চললে এ রোগ নিয়ে টেনশন করার তেমন কিছুই নেই। অনেকেই এ সঠিক গাইড লাইনটি পান না। আবার ডায়াবেটিস বই মেনে চললেও সব সময় সঙ্গে না রাখার কারণে অনেকেই ভুলে যান কোন সময় কোনটি করতে হবে। সেসব ঝামেলা নিরসনেই বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ( বাডাস) নিয়ে এসেছে ডায়াবেটিস অ্যাপস ‘ডায়াবেটিস জার্নি’। এই এ্যাপসে ডায়াবেটিস সংক্রান্ত পরিপূর্ণ তথ্য মিলবে। যেহেতু স্মার্টফোন সবার হাতে হাতে তাই এই এ্যাপসের মাধ্যমে যে কোন তথ্য যে কোন সময় নিতে পারবে গ্রাহকরা। নরডিক্স এবং বাডাস এর যৌথ উদ্যোগে এ এ্যাপসটি নির্মাণ করা হয়েছে। যার ফলে হাতের কাছেই এখন ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্য সেবা মিলবে যখন তখন। আইটি ডেস্ক
×