ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বটতলার আন্তর্জাতিক নাট্যোৎসব ও রঙ্গমেলা শুরু আজ

প্রকাশিত: ০৯:২৪, ১৬ নভেম্বর ২০১৯

বটতলার আন্তর্জাতিক নাট্যোৎসব ও রঙ্গমেলা শুরু  আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন বটতলা তৃতীয়বারের মতো ঢাকার ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ শিরোনামের আন্তর্জাতিক নাট্যোৎসব আজ থেকে শুরু হচ্ছে। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ এ উৎসবের উদ্বোধন হবে। আগামী ২৬ নবেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। আজ সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তিনজন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ থেকে ৭টা পর্যন্ত বহিরাঙ্গনের নাদিম মঞ্চে গান, নাটক, কবিতা ও নৃত্য পরিবেশনা রয়েছে। এসব পরিবেশনায় অংশ নেবে মনিপুরী থিয়েটার, ‘ক্ষ্যাপা বাউল’, ‘জবিরঙ্গ’, ‘সমগীত’, ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’, ‘এফ মাইনর’, ‘ঢাকা থিয়েটার’, ‘মাদল’, ‘সর্বনাম’, ‘জাককানইবি নাট্যকলা ও পরিবেশনা বিভাগ’ এবং ‘বেতাল’। নাচ, গান, পথনাটক ও পারফর্মেন্স দিয়ে মাতিয়ে রাখবেন তারা বহিরাঙ্গন! প্রতিদিন নাদিম মঞ্চে নির্দেশকের মুখোমুখি দর্শকের রঙ্গ আড্ডা রাত ৯-৩০টা থেকে ১০টা পর্যন্ত। আগামীকাল ১৭ থেকে ২৪ নবেম্বর মূল রঙ্গমঞ্চে বিভাগীয় নাট্যজন সম্মাননা প্রদান করা হবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৭-৩০টা পর্যন্ত। এবার যথাক্রমে খান দেলোয়ার হোসেন (বরিশাল বিভাগ), হেমেন্দ্র চৌধুরী (সিলেট বিভাগ), হরিপদ সূত্রধর (ঢাকা বিভাগ), সবিতা সেনগুপ্ত (রংপুর বিভাগ), গৌরাঙ্গ আদিত্য (ময়মনসিংহ বিভাগ), মিলন চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), অনিতা মৈত্র (রাজশাহী বিভাগ), রোহানি বেগম মেরী (খুলনা বিভাগ)কে বিভাগীয় সম্মাননা দেয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন নাটক শেষে পর্দার অন্তরালে থাকা থিয়েটারের অপরিহার্য কুশলীদের সম্মান জানানো হবে। এবার প্রথমবারে মতো চালু হতে যাওয়া এ সম্মাননা ‘অন্তরালের সম্মাননা’ নামে পরিচিত হবে। রঙ্গমঞ্চে বটতলা আজীবন সম্মাননা প্রদান করা হবে ২৬ নবেম্বর ২০১৯ সন্ধ্যা ৭টা থেকে ৭-৩০ পর্যন্ত। এবারের আজীবন সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদকে। প্রতিদিন রঙ্গমঞ্চে সন্ধ্যা ৭-৩০ থেকে থাকবে নাটক। থাকছে ‘ক্রাচের কর্নেল’ (বটতলা, বাংলাদেশ), ‘আমার মুখের আঁচলখানি’ (রঙ্গাশ্রম, ভারত), ‘দিলেমমাস উইথ মাই ফ্লামেনকো টেলকোট’ (মুন প্যালেস, স্পেন), ‘মিসটেরিয়াস গিফট’ (ক্রেজি বডি গ্রুপ, ইরান) ‘৪.৪৮ ফিকোসিস’( আরোহণ গুরুকুল, নেপাল), ‘বিল্বমঙ্গল’ (চাকদহ নাট্যজন, ভারত), ‘ম্যাকবেথ’ (পদাতিক নাট্য সংসদ, বাংলাদেশ), ‘শুক’ (জলপাইগুড়ি কলাকুশলী, ভারত), ‘ব্ল্যাক হোল’ (‘জয়তি দরগা’, ভারত), ‘আচার্য প্রফুল্ল­চন্দ্র’ (সুখচর পঞ্চম, ভারত), ‘খনা’ (বটতলা, বাংলাদেশ)। রঙ্গমঞ্চে বটতলার আলাপ-বিভাস চক্রবর্তীর মুখোমুখি-২৬ তারিখ বিকেল ৪-৩০মিনিটে। সুমন মঞ্চে চারটি (৪টি) তথ্যচিত্র প্রদর্শনী ২১, ২২, ২৩ নবেম্বর ৩-৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। তথ্যচিত্রগুলো হলো ‘লেট দেয়ার বি লাইট’ : তাপস সেন (ভারত), ‘ফেরদৌসি মজুমদার’ (বাংলাদেশ), ‘বিহাইন্ড দ্য সার্টেন : বিভাস চক্রবর্তী’ (ভারত)। ২৪ নবেম্বর সুমন মঞ্চে বিকেল ৫টায় ‘তথ্যচিত্র দ্য টিচার : সৈয়দ জামিল আহমেদ’ (বাংলাদেশ) দেখানো হবে। সুমন মঞ্চে তিনটি (৩টি) মাস্টারক্লাস আগামী ২১,২২ ও ২৩ নবেম্বর ৫টা থেকে ৬-৩০ পর্যন্ত। সঙ্গীত ও নাট্য বিষয়ে মাস্টারক্লাস নেবেন নাট্যজন শিমুল ইউসুফ, চিত্রকলা ও নাট্যশিল্প নিয়ে বলবেন শিল্পী ঢালী আল মামুন এবং শরীর, নৃত্য ও প্রশ্ন নিয়ে মাস্টারক্লাসে থাকবেন শৈবাল বসু (ভারত)। শিশু প্রহর মঞ্চে শিশুদের প্রহর আছে দুইদিন (২২ ও ২৩ নবেম্বর) সকাল ১০টা থেকে। থাকছে আওয়ার কিংডম (শব্দাবলী, বরিশাল), পুঁথি পড়া, পাখি পড়া (ফুলকি, চট্টগ্রাম) ও পুতুলনাচ (বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র)। আর দু’দিনই থাকছে আর্টক্যাম্প। ক্যাম্পে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করবে সিসিমপুর। আঁকাআঁকি) - ২২ নবেম্বর সকাল ১০-৩০টা থেকে বেলা ১-৩০ পর্যন্ত। সমাপনী উৎসব ২৬ নবেম্বর রাত ৯টায়। বটতলার এই আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’-এর সদস্য সচিব মোহাম্মদ আলী হায়দার।
×