ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাসুদেবের সঙ্গীতে গাজী মিজানের ‘কবর’

প্রকাশিত: ০৯:২৫, ১৬ নভেম্বর ২০১৯

 বাসুদেবের সঙ্গীতে গাজী মিজানের ‘কবর’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘কবর’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের কণ্ঠশিল্পী গাজী মিজান। গানের কথা লিখেছেন গীতিকবি এ এইচ পলাশ। গানটির সঙ্গীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ এবং সুর করেছে আতিক মাহমুদ। পল এলড্রিন অসির পরিচালনায় গানটির রেকর্ডিং এবং ভিডিওচিত্রের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মায়া ভরা এ গানের চিত্রায়নে অংশ নিয়েছেন পল এলড্রিন নিজেই। ভিডিও নির্মাণ করেছেন খলিল শেখ। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী গাজী মিজান বলেন, এ এইচ পলাশের লেখা গানের কথাগুলোর গাঁথুনি বেশ চমৎকার। এই গানে তিনি মানুষের শেষ সমাধি ‘কবর’ হবে, এটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন। তিনি তার লেখাতে সেটা পেরেছেনও। গানের কথাগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ^াস গানটি সবার ভাল লাগবে। সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ বলেন, এই গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। গাজী মিজান স্যার তিনি তো আমার গুণীজন, এত শক্ত সুরের একটি গান তিনি অনায়াসেই গেয়ে দিলেন। বহু বছর পর গাজী মিজান স্যারের সঙ্গে একটি নতুন গানের কাজ করা হলো এজন্য পল এলড্রিনকে ধন্যবাদ। গান তো আমার সন্তান সমতুল্য তাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকে একটি গান যেন গানের মতো তৈরি হয়। গীতিকবি এ এইচ পলাশকে আশীর্বাদ করছি, সঙ্গে সঙ্গে প্রাপ্তি আর্ট সাইনের নির্বাহী পরিচালক পল এলড্রিনকে শুভেচ্ছা জানাই। আর এ গানের সুরকার আতিক মাহমুদকে আমি সুরের জাদুকর বলেই জানব। পল এলড্রিন অসি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই গাজী মিজান নানা ভাইকে। ছোটবেলা হতেই গাজী মিজান নানা ভাইয়ের গান শুনেই বড় হয়েছি। বেশ কিছুদিন আগে খুলনাতে নানা ভাইয়ের সঙ্গে দেখা করে বলেছিলাম একটা গান করে দেয়ার জন্য। আর নানা ভাই আমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমি বাংলা গানের প্রতি খুবই দুর্বল, বাংলা গান করছি শ্রোতাদের জন্য, আগামীতেও করে যাব, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সবার প্রত্যাশা গানটি শ্রোতাদের ভাল লাগবে।
×