ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিতে প্রিমিয়াম আবাসন ভিসা প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৯:২৮, ১৬ নভেম্বর ২০১৯

  সৌদিতে প্রিমিয়াম আবাসন  ভিসা প্রক্রিয়া শুরু

তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে বিনিয়োগকারী, চিকিৎসক, প্রকৌশলী ও ধনকুবেরদের জন্য প্রথম ধাপের প্রিমিয়াম আবাসন ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটিতে বসবাস করতে ইচ্ছুক বিদেশীদের এই ভিসাদান প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। আরব নিউজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সামাজিক ও অর্থনৈতিক সংস্কার প্রকল্পের অংশ হিসেবে বিদেশীদের এই ভিসা দিচ্ছেন। দেশটির প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টার বলছে, গত কয়েক মাসে দেশের ভেতর এবং বাইরে থেকে আবাসনের জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে নিবন্ধন অনলাইন পোর্টালে। তবে সৌদি আরবের এই প্রিমিয়াম আবাসন ভিসা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। আর্থিক সক্ষমতা, অপরাধের রেকর্ডমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্থায়ী প্রিমিয়াম আবাসনের জন্য এক মেয়াদে ৮ লাখ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে। এছাড়া আবাসন নবায়নের জন্য বার্ষিক এক লাখ রিয়াল ফি দিতে হবে। রেসিডেন্সি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা বন্দর আল-আয়েদ বলেছেন, সৌদি আরবে প্রত্যেককে স্বাগত। যারা প্রাসঙ্গিক শর্ত পূরণ করতে পারবেন, তাদের প্রত্যেকের জন্য সৌদির প্রিমিয়াম আবাসন সুবিধা মিলবে। এমনকি যদি তারা সৌদি আরবে বসবাস করে থাকেন কিংবা বাইরে থেকে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান; সবাই এই সুবিধা পাবেন। যুবরাজের এই কর্মসূচীর আওতায় বিদেশী নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দীর্ঘ মেয়াদে সৌদি ভিসা এবং অন্য সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
×