ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কাশ্মীর ছাড়া ভারত সম্ভব নয়’

প্রকাশিত: ০৯:৩০, ১৬ নভেম্বর ২০১৯

 ‘কাশ্মীর ছাড়া  ভারত সম্ভব নয়’

ওয়াশিংটনে মানবাধিকার বিষয়ক মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ভারতীয় সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ জম্মু ও কাশ্মীরের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। ওই শুনানিতে তিনি বলেন, এর আগে ভারত পাঞ্জাবের জন্যে লড়েছে ও উত্তর-পূর্বের বিদ্রোহীদের দমন করেছে এবং এখন কাশ্মীরে জঙ্গীবাদের বিরুদ্ধে নয়াদিল্লীর লড়াইকে শক্তিশালী করার সময় এসেছে। খবর এনডিটিভি অনলাইনের। বশিষ্ঠ বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতাও সেখানকার মানবাধিকার রক্ষায় সহায়তা করবে। ভারতের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রচেষ্টা অতুলনীয়। গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই এই দেশ সাফল্যের সঙ্গে পাঞ্জাব এবং উত্তর-পূর্বে বিদ্রোহীদের দমন করেছে। এখন জম্মু ও কাশ্মীরের জঙ্গীবাদের বিরুদ্ধে ভারতের আরও শক্তিশালী পদক্ষেপ নেয়ার সময় এসেছে এবং তা হলেই সেখানকার মানবাধিকার লঙ্ঘনজনিত সমস্যার চিরতরে সমাধান হবে বলে তিনি মনে করেন।
×