ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতি দমনে ব্যর্থতা

কুয়েত সরকারের পদত্যাগ

প্রকাশিত: ০৯:৩২, ১৬ নভেম্বর ২০১৯

 কুয়েত সরকারের পদত্যাগ

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ ও সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভের মুখে কুয়েতের মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক। বৃহস্পতিবার সংসদীয় অধিবেশন শেষে আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এসব তথ্য নিশ্চিত করেন। খবর আল-জাজিরা অনলাইনের। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল-সাবাহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন আইনপ্রণেতারা। তারপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এলো। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্ত মন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন। মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন আইনপ্রণেতারা। পদত্যাগী প্রধানমন্ত্রী প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।
×