ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ

প্রকাশিত: ০৯:৪২, ১৬ নভেম্বর ২০১৯

 নাটোরে টিফিনের  টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ নবেম্বর ॥ একটি উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত। এ ধরনের দৃষ্টান্ত তৈরি করায় আমি উচ্ছ্বসিত। শুক্রবার সকালে বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফ স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি এ ধরনের দৃষ্টান্তমূলক কাজ করায় শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শুধু গাছের চারা লাগালেই হবে না, গাছের যত্নও করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎপর রয়েছেন। ’ ‘সবুজের জয়গানে এসো মিলি প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ৫৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল কুদ্দুস, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক ড. মোঃ জসলুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, সেন্ট যোসেফ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার শংকর ডমিনিক গোমেজ, কথা সাহিত্যিক আবুল কালাম মোঃ আজাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপমন্ত্রী গাছের চারা রোপণে অবদান রাখায় সংশ্লিষ্ট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×