ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীর্ষ সন্ত্রাসী রোহিঙ্গা জোহারকে জবাই

প্রকাশিত: ০৯:৪২, ১৬ নভেম্বর ২০১৯

 শীর্ষ সন্ত্রাসী রোহিঙ্গা জোহারকে জবাই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহারকে জবাই করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার সকালে দক্ষিণ সাহিত্যিকা পল্লীর সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার জবাই করা লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী নুর জোহার পুরনো রোহিঙ্গা নেতা মৃত হোসেন আহমদের পুত্র। তাকে কি কারণে কারা হত্যা করেছে, তা জানা না গেলেও তবে এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষ এ ঘটনাটি ঘটাতে পারে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর মৃত্যুর সংবাদে স্থানীয়রা স্বস্তির নিশ্বাস ফেলেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পাবনায় শ্রমিকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের পুকুর থেকে শুক্রবার সকালে সোহাগ হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ হোসেন একই ইউনিয়নের চকউথুলী গ্রামের শওকত আলীর ছেলে। এলাকাবাসী জানিয়েছে, গ্রামের হাসিনুর রহমানের পুকুরে যুবক সোহাগ হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর ধারণা সোহাগ হোসেনকে ৫-৬ দিন আগে হত্যার পর এ পুকুরে ফেলে দেয়া হয়। এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ শেখ নাসীর উদ্দিন জানান, কয়েকদিন মরদেহটি পানিতে পড়ে থাকায় পচন ধরেছে। দাউদকান্দিতে যুবক নিজস্ব সংবাদদাতা দাউদকান্দি, কুমিল্লা থেকে জানান, দাউদকান্দিতে বিজয় কর্মকার (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবক পাঁচগাছিয়া গ্রামের কর্মকার বাড়ির লনি কর্মকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কামাল সরকার জানান, এলাকার লোকজন এসে আমাকে জানায় যে ভুট্টা ক্ষেতে বিজয়ের লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
×