ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী তাজুল ইসলামের একক চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:২৯, ১৬ নভেম্বর ২০১৯

  শিল্পী তাজুল ইসলামের একক চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী তাজুল ইসলামের ‘কম্পোজিশন অব ফর্মস এ্যান্ড কালারস’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থপতি কবি রবিউল হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান। সভাপতিত্ব করেন আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক অলিভার দঁতজে। স্বাগত ভাষণে পরিচালক অলিভার দঁতজে বলেন, শিল্পী তাজুল ইসলাম ১৯৪৬ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ হতে ১৯৭৯ সন পর্যন্ত তিনি বাংলাদেশের ট্যাপেস্ট্রি ঘরানায় পথিকৃৎ রশীদ চৌধুরীর ডিজাইন সহকারী ছিলেন। এ সময় তার স্টুডিওতে অপরূপ আর চিত্তহারী ট্যাপেস্ট্রি সৃষ্টির সূক্ষ্ম কলায় আপনার মেধা শানিত করে নিয়েছিলেন। অতিথিরা বলেন, একবার তাকিয়েই বলে দেয়া যায় যে তাজুল ইসলামের শিল্পকর্মে রয়েছে রশীদ চৌধুরীর ধাঁচ। প্রভাব যদিও লক্ষ্যণীয়, তদুপরি সে প্রভাব তার প্রাতিস্বিক স্ট্রাইপ, তার ইমেজারি কিংবা ট্যাপেস্ট্রির দৃশ্যমান ভাষাকে ছাড়িয়ে বড় হয়ে উঠতে পারেনি। সত্তরোর্ধ এই শিল্পী এখনও ভীষণভাবে সৃষ্টিশীল ও দীপ্তিময়, সৃজন করে চলেছেন জীবন ও গতিশীলতায় ভরপুর অনন্য সব ট্যাপেস্ট্রি। ট্যাপেস্ট্রি ও চিত্রকর্ম দুটোকেই সমানভাবে তুলে ধরে এই প্রদর্শনীর আখ্যান-সৃজনী সৌন্দর্যের উদ্ভাবন। তাজুলের ক্যানভাস কিংবা পর্দাগুলোয় সব রঙিন কাঠামো আর কালো-সাদা-লাল-হলুদ-নীল-সবুজ তাপ্পির মেলা যা নান্দনিক মানবীয় উপলব্ধির বোধ এবং বোধির চেতনা প্রকাশ করে। প্রদর্শনীতে শিল্পী তাজুল ইসলামের প্রায় ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ২৩ নবেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
×