ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনা বাল্যবিয়ে ও মাদকবিরোধী সাইকেল র‌্যালি

প্রকাশিত: ০৪:২৯, ১৬ নভেম্বর ২০১৯

নেত্রকোনা বাল্যবিয়ে ও মাদকবিরোধী সাইকেল র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত ইয়ুথ গ্রুপের উদ্যোগে আজ শনিবার বাল্যবিয়ে ও মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: পুলিশ সুপার আকবর আলী মুন্্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, ইয়ুথ গ্রুপের সম্পাদক তৃপ্তী আক্তার ও উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ প্রমুখ। র‌্যালিতে ১০টি ইয়ুথ গ্রুপের ১শ ৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। শহীদ মিনার থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পথ সভার মাধ্যমে সচেতনতা মূলক বার্তা প্রদান করে।
×