ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে স্কুল ছাত্রী অপহরণকারী বখাটেকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ নভেম্বর ২০১৯

পঞ্চগড়ে স্কুল ছাত্রী অপহরণকারী বখাটেকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে মোবাইলে ফোনে হুমকিদাতা সেই বখাটে এবার স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার সময় গ্রামবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার সকালে সদর উপজেলার চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্কুলছাত্রীকে ওই বখাটে অপহরণের চেষ্টা করে। স্কুলছাত্রী ভয়ে আতঙ্কে চিৎকার দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী মামার বাড়িতে আশ্রয় নেয়। এ সময় স্কুলের শিক্ষকসহ গ্রামবাসী এগিয়ে এসে ওই বখাটেকে আটক করে। কিছুদিন আগেও মোবাইল ফোনে স্কুল যাওয়ার পথে ছাত্রীকে তুলে নেয়ার হুমকি দেয়ার ফলে ছাত্রী স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করলে ছাত্রীকে মোবাইলে হুমকি বা রাস্তাঘাটে উত্ত্যক্ত করবে না মর্মে থানায় মুচলেকা দিয়ে ওই বখাটে ছাড়া পেলেও এবার গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত বখাটের নাম-ওজিফুল ইসলাম নিরব (১৯)। বাবার নাম-মৃত তোফাজ্জল হোসেন। বাড়ি-সদর উপজেলার চাকলাহাট ইউপির ভান্ডারু গ্রামে। পেশায় সে রাজমিস্ত্রি। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা জানায়, চাকলাহাট মেহেরপাড়া গ্রামের কৃষক আশরাফ আলীর দশম শ্রেণীতে পড়–য়া মেয়ে শনিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলে যাওয়ার পথে বখাটে নিরব তাকে অপহরণের চেষ্টা করে। স্কুল ছাত্রীর বাবা আশরাফ হোসেন বলেন, প্রতিদিনের মতো শনিবার সকালেও আমার মেয়ে প্রাইভেট পড়তে স্কুলে যাওয়ার পথে অপহরণের চেষ্টাকালে স্থানীয় গ্রামবাসী অপহরণকারীকে আটক করে। এর আগেও ওই বখাটে আমার মেয়েকে মোবাইল ফোনে নানাভাবে উত্ত্যক্ত ছাড়াও অপহরণ করার হুমকি দিয়েছিল। পঞ্চগড় সদর থানার এসআই দীন মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
×