ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরের বেশিরভাগ রেল ক্রসিংয়ে নেই প্রয়োজনীয় নিরাপত্তা

প্রকাশিত: ০৬:২৪, ১৬ নভেম্বর ২০১৯

জামালপুরের বেশিরভাগ রেল ক্রসিংয়ে নেই প্রয়োজনীয় নিরাপত্তা

অনলাইন রিপোর্টার ॥ জামালপুর জেলার বেশিরভাগ রেল ক্রসিংয়ে নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। গেটম্যান কিংবা ব্যারিয়ার না থাকায় লেভেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। স্থানীয়দের অভিযোগ এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। তবে, রেলওয়ে কর্তৃপক্ষের দাবি লোকবল সংকট ও সরকারি বরাদ্দ কম থাকায় এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। জামালপুরে রেলওয়ে বিভাগের আওতায় ১শ’ ২ কিলোমিটার রেলপথের মধ্যে লেভেল ক্রসিংয়ের সংখ্যা ১শ’ ৮০টি। এরমধ্যে ১২৭টি অনুমোদিত এবং অনুমোদনহীন রয়েছে ৪৫টি। তবে, অনুমোদনহীন লেভেল ক্রসিংগুলোর পাশাপাশি রেলওয়ের অনুমতি থাকা ৮৪টি ক্রসিংয়ে নেই ব্যারিয়ার কিংবা গেটম্যান। ফলে এসব রেলক্রসিং হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানীও। স্থানীয়রা বলছেন, রেলক্রসিংগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগাদা দেয়া সত্তে¡ও কোন লাভ হয়নি। শুধু সাইনবোর্ড টানিয়েই দায় সেরেছে রেলওয়ে। বিষয়টি স্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকট ও বরাদ্দের অভাবে গেটম্যান কিংবা ব্যারিয়ার দেয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে। তবে, শিগগিরই এসব স্থানে গেটম্যান নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।
×