ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিআরইউ মিডিয়া ক্রিকেট থেকে জনকণ্ঠের বিদায়

প্রকাশিত: ০৭:১৯, ১৬ নভেম্বর ২০১৯

ডিআরইউ মিডিয়া ক্রিকেট থেকে জনকণ্ঠের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রাণ- সিক্স-এ-সাইড ভিত্তিক এই ক্রিকেট আসর ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি মর্তুজা। উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে ডেইলি স্টার, যুগান্তর, বাংলানিউজ ২৪, ইত্তেফাক, ৭১ টিভি, সময় টিভি, বাংলাভিশন ও এটিএন বাংলা। দৈনিক জনকণ্ঠ তাদের প্রথম ম্যাচেই হেরে গিয়ে এই আসর থেকে বিদায় নিয়েছে। ‘ডি’ গ্রুপের খেলায় তারা ৫ উইকেটে হারে দৈনিক যুগান্তরের কাছে। টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জনকণ্ঠ সংগ্রহ করে ৪৬ রান। ওপেনার রুমেল খান অপরাজিত ১৬ রান করে দলের পক্ষে টপ স্কোরার হন। ওয়ানডাউনে নেমে অধিনায়ক মিথুন আশরাফ করেন ১১ রান। ডিআরইউর নতুন সদস্য জনকন্ঠের মোঃ মামুন রশীদের এই ম্যাচের মাধ্যমে অভিষেক হয়। খেলা শুরুর আগে তাকে এই উপলক্ষ্যে ‘ক্যাপ’-ও পরিয়ে দেয়া হয়। কিন্তু ব্যাটিংয়ে নেমে কোন রান না করেই দুভার্গ্যজনকভাবে আউট হয়ে যান তিনি। তবে বোলারের কৃতিত্বে নয়, মামুন আউট হয়েছেন নিজের কৃতিত্বেই, সুইপ শট খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান এবং স্ট্যাম্প ছত্রখান করে হিট আউট হন! আর এভাবেই ডিআরইউ ক্রিকেটে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখেন তিনি! জবাবে ব্যাটিং করতে নেমে ৩.৩ ওভারে ১ উইকেট খুইয়ে প্রয়োজনীয় ৪৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় যুগান্তর। মামুনকে অভিষেকের ক্যাপ পরানো সিনিয়র সাংবাদিক তপন বিশ্বাস যুগান্তরের একটি উইকেটের পতন ঘটান। জনকণ্ঠের অন্য খেলোয়াড়রা হলেন- জাহিদুল আলম জয়, নিখিল মানখিন, শাহীন রহমান, রাজন ভট্টাচার্য্য এবং নিয়াজ আহমেদ লাবু। ম্যানেজার ছিলেন কাওসার রহমান। এবারের আসরে ৪৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৪টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
×