ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরের মৌচাকে এশিয়া-প্যাসিফিক স্কাউট অঞ্চলের ওয়ার্কশপ শুরু

প্রকাশিত: ০৮:২৯, ১৬ নভেম্বর ২০১৯

গাজীপুরের মৌচাকে এশিয়া-প্যাসিফিক স্কাউট অঞ্চলের ওয়ার্কশপ শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ‘এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওয়ার্কশপ অন এডাল্টস ইন স্কাউটিং’ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে এ ওযার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় বিশ^ স্কাউট সংস্থার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট সাপোর্ট সেন্টারের সহায়তায় ১৬ থেকে ১৯ নবেম্বর পর্যন্ত এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালেশিয়া, নেপাল, ভিয়েতনাম, সিংগাপুর, হংকং, জাপান, মালদ্বীপের ২১জন এবং বাংলাদেশের ৩৭জন এ ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন। ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্কাউটার ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার (অ্যাডাল্ট ইন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। রিসোর্স পার্সন ও ফ্যাসিলিটেটর হিসেবে এশিয়া-প্যাসিফিক স্কাউট সাপোর্ট সেন্টারের পরিচালক, এপিআর অ্যাডাল্ট ইন স্কাউটিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনারসহ ২৫জন দায়িত্ব পালন করছেন। ওয়ার্কশপে এডাল্টস ইন স্কাউটিং পলিসি, এডাল্ট লাইফ সাইকেল, এডাল্টস ইন স্কাউটিং, ন্যাশনাল স্কাউট অরগানাইজেশন চ্যালেঞ্জেস, এডাল্টস ইন স্কাউটিং সাপোর্ট টু ইয়ুথ প্রোগ্রাম পলিসি এন্ড ইয়ুথ ইনভলভমেন্ট পলিসি, সেভ ফরম হার্ম এবং ওয়াল্ড অরগানাইজেশন অব স্কাউটস মুভমেন্ট এর কোড অব কন্ডাক্ট ইত্যাদি বিষয়ে সেশন পরিচালিত হবে। ওয়ার্কশপের ‘ইন্টারন্যশনাল নাইট’ আগামী ১৮ নবেম্বর অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ স্কাউটস’র সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক স্কাউটার মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ১৯ নবেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করে ওয়ার্কশপটির সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ স্কাউটস’র সহ সভাপতি মোঃ হাবিবুল আলম বীর প্রতীক।
×