ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে তুলা তৈরীর কারখানায় আগুন

প্রকাশিত: ০৮:৪২, ১৬ নভেম্বর ২০১৯

গাজীপুরে তুলা তৈরীর কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তুলা তৈরীর এক কারখানা শনিবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন-অর-রশিদ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় এন আর টেক্সটাইল মিলে শনিবার সকালে উৎপাদন কাজ চলছিল। একতলা টিনশেড ভবনের এ কারখানায় ঝুট কাপড় থেকে তুলা তৈরী করা হয়। সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ কারখানার বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন বোর্ডে স্পার্কিং হয়। এসময় আগুনের স্ফুলিঙ্গ পাশে থাকা তুলার স্তুপের উপর পড়ে। এতে তুলায় আগুন ধরে যায়। তুলার ডাস্টের কারণে মুহুর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে কারখানার মেশিনপত্রসহ কারখানার গুদামে থাকা ঝুট এবং ঝুট থেকে তৈরি তুলা পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ের কারণে আগুনের সূত্রাপাত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কারখানাটি চালু করা হয়।
×