ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ০৭:৩৮, ১৭ নভেম্বর ২০১৯

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দফায় দফায় দাম বেড়ে রাজধানীর কাঁচাবাজারে এখন সব থেকে বেশি দামের পণ্যের তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ যেন অপ্রতিরোধ্য। সপ্তাহের ব্যবধানে তিন দফায় কেজিতে ১২০ টাকা বেড়ে গত শনিবার রবিবার দেশি পেঁয়াজের দাম ছিল ২৬০ থেকে ২৭০ টাকা। তবে রবিবার ১৫ থেকে ২০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকা। দেশি হাইব্রিড পেঁয়াজ ২০০ এবং মিসরের পেঁয়াজ প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রবিবার রাজধানীর জিগাতলা, কারওয়ানবাজার এবং রায়েরবাজার ঘুরে পেঁয়াজের দামে এমন চিত্র দেখা গেছে। জিগাতলা কাঁচাবাজারে পেঁয়াজ বিক্রেতা আইনাল হক আজ দেশি ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ২৪০ টাকা দরে বিক্রি করেন। মিসরের বড় বড় সাইজের পেঁয়াজ বিক্রি করছেন ১৮০ টাকায়, যা গতকাল বিক্রি করেছেন প্রতি কেজি ২০০ টাকায়। তিনি বলেন, ‘রবিবার ভোরে শ্যামবাজার থেকে প্রতি কেজি ১৮ টাকা কমে কিনতে পেরেছি, তাই ২০ কমে বিক্রি করতে পারছি।’ তবে এতেও তিনিসহ ক্রেতারা কেউ সন্তুষ্ট নন। কারণ ৩০-৪০ টাকার পেঁয়াজ এখনও বিক্রি করতে হচ্ছে ২৪০ টাকায়। কারওয়ানবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা সামিউল হক বলেন, শনিবারের তুলনায় রবিবার সব ধরনের পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা কমেছে। এদিন তিনি দেশি ভালো মানের পেঁয়াজ বিক্রি করছেন প্রতি কেজি ২৩০ টাকায়। মনিবার যা বিক্রি করেছিলেন ২৫০ টাকায়। দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি করছেন ২০০ টাকায়, শনিবার যা ছিল ২২০ টাকা; পাকিস্তানি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ১৮০ টাকায়, রবিবার ছিল ২০০ টাকা।
×