ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসপিএ স্পোর্টস কার্নিভালে স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের প্রথম রানারআপ জনকন্ঠের রুমেল

প্রকাশিত: ০৮:৩৭, ১৭ নভেম্বর ২০১৯

বিএসপিএ স্পোর্টস কার্নিভালে স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের প্রথম রানারআপ জনকন্ঠের রুমেল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বা বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার। ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএসপিএ-এর স্পোর্টসম্যান অব দ্য ইয়ার প্রথম রানারআপ হয়ে দৈনিক জনকন্ঠের জন্য গৌরব বয়ে এনেছেন স্পোর্টস রিপোর্টার রুমেল খান। তৃতীয়বারের মতো বিএসপিএ-এর স্পোর্টসম্যান অব দ্য ইয়ার হয়ে ‘আব্দুল মান্নান লাডু ট্রফি’ জিতেছেন দৈনিক জবাবদিহির কবিরুল ইসলাম। এছাড়া দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের শামীম হাসান। রুমেল এবং শামীম উভয়েরই ছিল সমান ১৪ পয়েন্ট করে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য যথাক্রমে পয়েন্ট ছিল ৪, ৩ ও ২ পয়েন্ট করে। ২১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন কবিরুল)। কিন্তু বেশিবার প্রথম হওয়ার সুবাদে বাইলজ অনুযায়ী স্পোর্টস কমিটি রানারআপ হিসেবে বেছে নেয় রুমেলকেই (রুমেল ৩টিতে ও শামীম ২টিতে প্রথম হন)। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গেম এ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসপিএ-এর ক্রীড়া উপ-কমিটির সভাপতি কাজী শহীদুল আলম এবং সদস্য সচিব মজিবুর রহমান। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (প্রতিষ্ঠিত ১৯৬২ সালে) ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে রুমেল এ পর্যন্ত বিভিন্ন খেলায় ১২টি পদক জিতেছেন, যার ৪টিই জেতেন সদ্যসমাপ্ত আসরে। এর আগে অনুষ্ঠেয় চারটি (২০১৪-২০১৮) বিএসপিএ স্পোর্টস কার্নিভালে রুমেল খান (জনকণ্ঠে যোগ দেন ২০০৯ সালে) যতগুলো পদক জিতেছিলেন, সেগুলোর কোনটিই প্রতি আসরে সর্বোচ্চ দুটির বেশি ছিল না। এবার ২০১৯ আসরে নিজেকেই ছাপিয়ে যান তিনি। এবার আর দুটি নয়, জিতেছেন চার-চারটি পদক, যার তিনটিতেই অধিকার করেন প্রথম স্থান। সেক্ষেত্রে বলা যায় এ বছরটি রুমেলের জন্য ছিল সোনায় সোহাগা! মোট ১২টি পদকের মধ্যে রুমেল সবচেয়ে বেশি পদক জিতেছেন টেবিল টেনিসে। এই ইভেন্ট থেকে তিনি জেতেন ৯টি শিরোপা। * বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০১৯-এর সব ক্রীড়া ইভেন্টের ফলাফল ॥ আরচ্যারি : মাহমুদুন্নবী চঞ্চল (প্রথম), মজিবুর রহমান (দ্বিতীয়), আবির রহমান (তৃতীয়)। ম্যারাথন : রুমেল খান (প্রথম), জাফিউল ইসলাম বাবু (দ্বিতীয়), শামীম হাসান (তৃতীয়)। শটপুট : মনজুর ইলাহী শান্ত (প্রথম), কবিরুল ইসলাম (দ্বিতীয়), মোস্তাক আহমেদ খান (তৃতীয়)। শূটিং : কবিরুল ইসলাম (প্রথম), মনজুর ইলাহী শান্ত (দ্বিতীয়), আবির রহমান (তৃতীয়)। দাবা : মোরসালিন আহমেদ (প্রথম), আশরাফুর রহমান মুরাদ (দ্বিতীয়), জাহিদ মুনির কল্লোল (তৃতীয়)। সাঁতার : শামীম হাসান (প্রথম), কবিরুল ইসলাম (দ্বিতীয়), মোস্তাক আহমেদ খান (তৃতীয়)। ক্যারম (একক) : কবিরুল ইসলাম (প্রথম), আরিফ সোহেল (দ্বিতীয়), মজিবুর রহমান (তৃতীয়)। ক্যারম (ডাবলস) : কবিরুল ইসলাম-সনৎ বাবলা (প্রথম), আরিফ সোহেল-মোঃ জুবায়ের (দ্বিতীয়), শামীম হাসান-আবু হুরাইরা তামিম (তৃতীয়)। টেবিল টেনিস (একক) : রুমেল খান (প্রথম), মাহমুদুন্নবী চঞ্চল (দ্বিতীয়), মোরসালিন আহমেদ (তৃতীয়)। টেবিল টেনিস (ডাবলস) : রুমেল খান- মাহমুদুন্নবী চঞ্চল (প্রথম), সুদীপ্ত আহমদ আনন্দ-মোঃ জুবায়ের (দ্বিতীয়), মোরসালিন আহমেদ-খায়রুল ইসলাম শাহীন (তৃতীয়)। ব্যাডমিন্টন (একক) : মোস্তাক আহমেদ খান (প্রথম), আরাফাত দাড়িয়া (দ্বিতীয়), শামীম হাসান (তৃতীয়)। ব্যাডমিন্টন (ডাবলস) : শামীম হাসান-আবু হুরাইরা তামিম (প্রথম), কবিরুল ইসলাম-মোস্তাক আহমেদ খান (দ্বিতীয়), রুমেল খান-শেখ আশিক (তৃতীয়); স্টাফ আরচারি : জাহাঙ্গীর আলম (প্রথম), হাবিবুর রহমান (দ্বিতীয়), আকাশ হোসেন (তৃতীয়)। স্টাফ ক্যারম (একক) : জাহাঙ্গীর আলম (প্রথম), আকাশ হোসেন (দ্বিতীয়), হাবিবুর রহমান (তৃতীয়); সাঁতার (শিশু) : নাজিহুল আলফা ফিদা (প্রথম), জাইয়ান ইকবাল (দ্বিতীয়), খালিদুর রহমান জিদান (তৃতীয়)। স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার (আব্দুল মান্নান লাডু ট্রফি) : কবিরুল ইসলাম (চ্যাম্পিয়ন), রুমেল খান (প্রথম রানারআপ), শামীম হাসান (দ্বিতীয় রানারআপ)। # সবচেয়ে বেশিবার প্রথম স্থান অধিকার : ৩ বার, রুমেল খান এবং কবিরুল ইসলাম। # সবচেয়ে বেশিবার দ্বিতীয় স্থান অধিকার : ৩ বার, কবিরুল ইসলাম। # সবচেয়ে বেশিবার তৃতীয় স্থান অধিকার : ৩ বার, শামীম হাসান। * বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০১৯ আসরে রুমেলের পারফরম্যান্স ॥ ক্যারম এককে প্রথম রাউন্ড, ক্যারম দ্বৈতে কোয়ার্টার ফাইনাল (সঙ্গী মাহমুদুন্নবী চঞ্চল), দাবায় প্রথম রাউন্ড, সাঁতারে অংশ নেননি, শটপুটে ডিসকোয়ালিফাইড, শূটিংয়ে ষষ্ঠ স্থান, আরচ্যারিতে ষষ্ঠ স্থান, ব্যাডমিন্টন এককে গ্রুপ পর্ব, ব্যাডমিন্টন দ্বৈতে তৃতীয় স্থান (সঙ্গী : ডিবিসি নিউজের শেখ আশিক), ৮০০ মিটার ম্যারাথন দৌড়ে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন এবং টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন। * বিএসপিএ স্পোর্টস কার্নিভালে রুমেল খানের কিছু রেকর্ড ॥ ১. যেকোন নির্দিষ্ট একটি একক ইভেন্টে (টেবিল টেনিস) টানা তিন বছর শিরোপা জিতে হ্যাটট্রিক করার প্রথম কৃতিত্ব অর্জন (২০১৪, ২০১৬, ২০১৭ সালে, ২০১৫ সালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি), ২. যেকোন নির্দিষ্ট একটি একক ইভেন্টে (টেবিল টেনিস) সর্বাধিক শিরোপা জেতা (৪ বার), ৩. যেকোন দ্বৈত ইভেন্টে (টেবিল টেনিসে) টানা তিন বছর শিরোপা জিতে হ্যাটট্রিক করার প্রথম কৃতিত্ব অর্জন (ডাবলস পার্টনার মাহমুদুন্নবী চঞ্চল, ২০১৬, ২০১৭, ২০১৮ সালে) ৪. যেকোন দ্বৈত ইভেন্টে (টেবিল টেনিসে) সর্বাধিক শিরোপা জেতা (৪ বার)। * রুমেলের আরেকটি বিরল কীর্তি ॥ একই বছর অনুষ্ঠিত সাংবাদিকদের দুটি সংগঠনের (ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র কৃতিত্বের অধিকারী (২ বার, ২০১৬ ও ২০১৯ সালে)। * বিএসপিএ স্পোর্টস কার্নিভালে রুমেল খানের যত সাফল্য ॥ ২০১২ সালে টি২০ ক্রিকেটে রানার্সআপ মেডেল, ২০১৪ সালে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন, ২০১৬ সালে টেবিল টেনিসে এককে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৭ সালে টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৮ সালে টেবিল টেনিস এককে তৃতীয় স্থান, টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন, ২০১৯ সালে ব্যাডমিন্টন দ্বৈতে তৃতীয় স্থান, ম্যারাথনে চ্যাম্পিয়ন, টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন এবং টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন।
×