ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাবানলে তৃষ্ণার্ত কোয়ালা

প্রকাশিত: ১০:৩৮, ১৮ নভেম্বর ২০১৯

 দাবানলে তৃষ্ণার্ত  কোয়ালা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কোয়ালাদের বাসযোগ্য বনভূমি দাবানলের গ্রাসে পড়েছে। ইতোমধ্যেই ৩৫০ কোয়ালার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই খবরের মধ্যেই প্রকাশ্যে আসে পোর্ট ম্যাকোয়ের কোয়ালা হাসপাতালের তৃষ্ণার্ত কোয়ালার ছবি। বেলানগ্রি স্টেট ফরেস্টে মেয়ে কোয়ালাটিকে দেখতে পান এক ব্যক্তি। কোয়ালাটির লোম, থাবা ও মুখের একাংশ পুড়ে গেছে। মুখের সামনে ধরে থাকা পানির গ্লাসের দিকে করুণভাবে তাকিয়ে রয়েছে সে। দাবানলে এক আহত কোয়ালাকে পানি খাওয়ানোর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তোয়ালে দিয়ে মুড়ে যত্ন করে তাকে হাসপাতালে নিয়ে যান তিনি। দগ্ধ কোয়ালাটি তখন জলতেষ্টায় কাতর। ড্যারেল নামে সেই উদ্ধারকারী যত্ন সহকারে জল খাইয়ে দেন তাকে। ড্যারেলের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। কোয়ালাকে জল খাওয়ানোর এই ছবিটাই এখন অস্ট্রেলিয়ায় দাবানলের ভয়াবহতার প্রতীক হয়ে উঠেছে। অনেকেই এই ছবি শেয়ার করে দাবানল রুখতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। -ইন্ডিয়া টাইমস
×