ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৯, ১৮ নভেম্বর ২০১৯

লালমনিরহাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার আদিতমারী উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুস সাত্তার(৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সাড়ে ৯টায় উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশে খুঁটি দিয়ে জিআই তার ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ নেয় কমলাবাড়ি গ্রামের প্রতিবেশী নুর হোসেন। গত কয়দিন থেকে তার নেয়া বৈদ্যুতিক সংযোগের তাঁর মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পড়ে থাকা সেই বিদ্যুতের তার সরানোর জন্য প্রতিবেশীরা নুর হোসেন কে কয়েক দিন ধরে অনুরোধ করে আসছে। কিন্তু মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তাঁর তিনি সরিয়ে নেয়নি। এমন কী বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে রাখেনি। আজ সোমবার সকালে কৃষক আব্দুস সাত্তার বাড়ির পাশে ফসলের ক্ষেতে যাওয়ার সময় পড়ে থাকা তার দেখতে পায়নি। সেই পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন । পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×