ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর আদাবরে একটি স্কুলের বারান্দায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:০৬, ১৮ নভেম্বর ২০১৯

রাজধানীর আদাবরে একটি স্কুলের বারান্দায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আদাবরে থানার সুমি আক্তার (১৯) নামে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার মধ্যরাতে পুলিশ সুনিবিড় হাউজিং ২১৩ নবনিগন্ত স্কুলের বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এদিকে সোমবার দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার নাম ইকবাল হোসেন। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার দেবীরচর গ্রামে। নিহতের মা ফাতেমা বেগম জানান, তিন সন্তানের মধ্যে সুমি সবার বড়। সে চাইন স্টার গ্রুপে চাকরি করত। রবিবার রাত ৮টায় ডিউটি শেষে ঢাকা উদ্যানে একটি গার্মেন্টসের ওভার টাইম করার জন্য যায়। সেখান থেকে রাত ১০টায় বাসায় আসে। রাতে আমি খেতে বললে সুমি জানান, আমি ফুসকা খেয়ে এসেছি খাব না। পরে তাকে সকালে ডিউটি আছে বলে তাড়াতাড়ি ঘুমাতে বলি। তিনি জানান, আমি ঘুমিয়ে পড়লে হঠাৎ দেখি সে মোবাইলে গান শুনছে। এরপর আমি আবার বলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। রাত দেড়টার সময় দরজা খোলা দেখে পাশে খামারের দু’জন লোক ডাক দেয়। পরে উঠে দেখি মেয়ে ঘরে নেই। পরে স্কুলের বারান্দায় মেয়ে সুমির ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ এসে মেয়ের লাশ উদ্ধার করে। তবে কি কারনে সুমী আত্মহত্যা করেছে। তা তিনি জানাতে পারেননি। ফাতেমা জানান, লাশ নামানোর পরে কে বা কারা আমার মেয়ের মোবাইল ও নাকফুল চুরি করে নিয়ে গেছে। নিহতের খালা মাহিনুর জানান, আমার ভাগ্নির ১ বছর আগে বিয়ে হয়েছিল। সংসার করেনি। ৫ মাস আগে ডিভোর্স হয়েছে। সে এখানে তার বাবা-মার সাথে থাকত। তার বাবা দীর্ঘদিন ধরে নবদিগন্ত স্কুলের দেখভালের কাজ করে। স্কুলের গেটের সাথেই তাদের ঘর। কেন এটা হলো বুঝতে পারছি না। আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, রাত ২টার সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×