ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফের ৪১ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৮:১৯, ১৮ নভেম্বর ২০১৯

বাফুফের ৪১ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ সালের জন্য ৪১ কোটি ৯০ লাখ টাকার বাজেট পাস হয়েছে ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায়। যেখানে ২য় সর্বোচ্চ ৫ কোটি ১০ লাখ টাকা টাকা খরচ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানোর সাথে ভেন্যুর উন্নয়নের জন্যই আগের বাজেটের চেয়ে যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। শনিবারের ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় যেমন পাস হয়েছে আগের ৩ বছরের আর্থিক হিসাবের বিবরণী। তেমনি ২০২০ সালের সম্ভাব্য ৪১ কোটি ৯০ লাখ টাকার বাজেটের অনুমোদনও দিয়েছে কাউন্সিলর আর ডেলিগেটরা। যা গত ৩ বাজেটের চেয়ে বেশি। আর এবারই প্রথম বাজেটে যোগ করা হয়েছে যুব প্রশিক্ষণ খাত। যেখানে খরচ হবে ২ কোটি ৬৩ লাখ টাকা। সম্ভাব্য বাজেটে আয় যেখানে ৪১ কোটি ৫৯ লাখ টাকা। সেখানে ব্যয় হবে ৪১ কোটি ৯৮ লাখ টাকা। ঘাটতি থাকবে লাখ ৫০ হাজার টাকা। তাইতো আগামী বছরকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে ফেডারেশন। আয়ের বড় অংশ ১২ কোটি ৫০ লাখ টাকা আসবে স্পন্সরশিপ থেকে। আর ব্যয়ের হিসেবে ৫ কোটি ৬০ লাখ টাকা প্রশাসনিক খাতে আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের জন্য রাখা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা। যা ২০১৯ সাল থেকে ২ কোটি ১০ লাখ টাকা বেশি। ৪ কোটি টাকা থেকে কমে স্কুল ফুটবলের বাজেট ২০২০ সালে করা হয়েছে ৪০ লাখ টাকা। যা দিয়ে জেলা পর্যায়ে একটি টুর্নামেন্ট করবে ফেডারেশন।
×