ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএ গেমসের ফুটবল ক্যাম্প

প্রকাশিত: ০৮:২২, ১৮ নভেম্বর ২০১৯

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএ গেমসের ফুটবল ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন এসএ গেমসে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২০ সদস্যের বাংলাদেশ দলের ক্যাম্প। শুধু তাই নয়, এই আসরের প্রস্তুতি হিসেবে লাওস আর মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল। আর মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব থাকা পুলের অন্যান্য ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে সারা বছরই কাজ করার পরিকল্পার কথাও জানান তিনি। দেশের রুগ্ন ফুটবলের জীর্ণ পালে আবারো প্রাণের হাওয়া। বিশ্বকাপ আর এশিয়ান কাপের বাছাইয়ে সাদ-সুফিলদের পারফরমেন্স' মাঠে ফিরিয়েছে দর্শকে, দেখাচ্ছে নতুন আশার আলো। জেমি বাহিনীর এবারের অ্যাসাইনমেন্ট এসএ গেমস। পহেলা ডিসেম্বর থেকে যা মাঠে গড়াচ্ছে নেপালে। দুই দশক আগে, এই হিমালয়ের পাদদেশেই সবশেষ এসএ গেমসের শ্রেষ্ঠত্ব জিতেছি লাল সবুজের দল। এবারো সিনিয়র কোটায় জামাল-ইয়াসিন-জীবনদের নিয়ে দলটা হয়েছে শক্তিশালী। এএস গেমসকে সামনে রেখে দুটি পরিকল্পনায় এগুচ্ছে বাফুফে। প্রথমটা মঙ্গলবার থেকে ক্যাম্প শুরু হবে নেপালেই। শেষ পর্যন্ত তা না হলে একই দিনে ক্যাম্প শুরু করা হবে ঢাকায়। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি'র কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, এই মুহূর্তে আমাদের প্লান এ-হলো আমরা ১৯ তারিখে নেপালে চলে যাবো। ওখানে ক্যাম্প করে এসএ গেমস খেলবো। আর যদি নেপালে না যেতে পারি, তাহলে আমরা নরমাল ক্যাম্প বাংলাদেশে করবো। এর সঙ্গে আমরা দুইটা টিমকে আমন্ত্রণ জানাচ্ছি,বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলার জন্য। শুধু তাই নয়, পরিকল্পনা আছে এসএ গেমসের বাইরের ফুটবলারদের নিয়েও। ২০২০ সালের ২৬ মার্চ ঢাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতে লেগের ম্যাচ নিয়ে এখনই পরিকল্পনা সাজাতে চায় ফেডারেশন। লক্ষ্যটা অন্তত এশিয়ান কাপের মূলপর্বে খেলা। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি'র কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, আমাদের এখন মূল লক্ষ্য হলো এশিয়া কাপ খেলা। সেজন্য আমরা কোচ থেকে প্লান চাচ্ছি। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আর জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যাপারে বিশদ সিদ্ধান্ত আসবে চলতি সপ্তাহের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে।
×