ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিযোগ অস্বীকার

প্রকাশিত: ০৯:২৭, ১৯ নভেম্বর ২০১৯

অভিযোগ অস্বীকার

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্ররোচনা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক রানী ফারাহ পাহলভি। সর্বোচ্চ নেতা আলী খামেনি অভিযোগ করেছেন বর্তমান বিক্ষোভের নেপথ্যে সাবেক রাজ পরিবারসহ কয়েকটি গ্রুপের হাত রয়েছে। রবিবার রেডিও ফারদাকে দেয়া একান্ত সাক্ষাতকারে ফারাহ বলেন, ‘বিক্ষোভের আসল কারণ তাকে (খামেনিকে) অনুধাবন করতে হবে’। এর আগে ফারাহ ও তার ছেলে প্রিন্স রেজা পাহলভি টুইটারে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানান। -রেডিও ফারদা যুদ্ধজাহাজ প্রত্যর্পণ রাশিয়া সোমবার ইউক্রেনকে দখল করে নেয়া দুটি যুদ্ধজাহাজ ফিরিয়ে দিয়েছে। এক বছর আগে কৃষ্ণসাগরের কার্চ প্রণালী থেকে রাশিয়া ওই জাহাজগুলো আটক করেছিল। ইউক্রেনের ২৪ নাবিককেও তখন আটক করা হয়েছে। সেপ্টেম্বরে তাদের মুক্তি দিয়েছে রাশিয়া। কিয়েভের সঙ্গে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে মস্কো এ পদক্ষেপ নিল। আগামী মাসের ৯ তারিখ থেকে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। -ইন্টারফ্যাক্স
×