ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুর জায়গা দখল করে ঘর নির্মাণ

প্রকাশিত: ০৯:৩৮, ১৯ নভেম্বর ২০১৯

সংখ্যালঘুর জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৮ নবেম্বর ॥ কালকিনিতে শাজাহান বেপারি ও মোকছেদ বেপারিসহ কয়েকজন প্রভাবশালী মিলে রাতের আঁধারে একটি সংখ্যালঘু পরিবারের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এদিকে দখলদারদের বিরুদ্ধে সোমবার সকালে ওই ঘরের সামনে প্রতিবাদ জানিয়েছেন হিন্দু সম্প্রদায়। জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর এলাকার চরজগমহন গ্রামের অলোক রায়, সমীর কুমার রায় ও তার পরিবার ১১৭নং চরজগমহন মৌজার ২৭৯, ৪৭৮, ২৮১ ও ২৮৩ দাগের মোট ৩৬ শতাংশ বাড়ির পৈতৃক ও মাখন চন্দ্র শীলের কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিক। এরপর থেকে প্রায় দুশ’ বছর ধরে ভোগদখল করে আসছেন অলোক রায়, সমীর কুমার রায় ও তার পরিবার। এবং কি তাদের নামে উক্ত জমির বিআরএস রেকর্ডও রয়েছে। কিন্তু গত শনিবার রাতে একই গ্রামের শাজাহান বেপারি, মোকছেদ বেপারি ও মোয়াজ্জেম বেপারিসহ কয়েকজন প্রভাবশালী মিলে দেশীয় অস্ত্রে সজ্জিদ হয়ে অলোক চন্দ্র রায়কে জিম্মি করে ওই জমিতে একটি ঘর নির্মাণ করেন। পরে জায়গাটি দখল করে নেয়ার পর শাজাহান বেপারি, মোকছেদ বেপারি গংদের কাছে ঘর তোলার বিষয়ে স্থানীয় লোকজনে জানতে চাইলে বলে তারা ও ক্রয় সূত্রে এ জমির মালিক। ময়মনসিংহে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ অবশেষে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান কার্যক্রম শুরু হয়েছে ময়মনসিংহে। সোমবার বেলা সাড়ে ১২টার সময় এই অভিযান শুরু করা হয় রেলওয়ে স্টেশনের সামনে খালি করে দেয়া হোটেল রেস্তরাঁ উচ্ছেদের মধ্য দিয়ে। ঢাকা থেকে আসা রেলওয়ের ভূ-সম্পদ বিভাগসহ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানের সময় বুলড্রেজারের চাকা ফেটে গেলে উচ্ছেদ কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়।
×