ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালুবাহী জাহাজ ডুবি

গজারিয়ায় এক লাশ উদ্ধার ॥ নিখোঁজ দুই

প্রকাশিত: ০৯:৩৮, ১৯ নভেম্বর ২০১৯

গজারিয়ায় এক লাশ উদ্ধার ॥ নিখোঁজ দুই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার মেঘনায় ডুবে যাওয়া নিখোঁজ বাল্কহেড এমভি নাদিয়ার খোঁজ মিলেছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে নয়ানগরে এর খোঁজ মিলে। দুপুর সাড়ে ৩টায় বাল্কহেডটির ভিতর থেকে মোঃ আসলাম নামে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবরিরা। তবে এখনও আব্দুল মান্নান (৬০) ও ইমদাদ (৪০) নিখোঁজ রয়েছেন। এদের সকলের বাড়ি বরগুনা জেলায়। বাল্কহেডটির ভিতরে আর কোন লাশ আছে কিনা তার সন্ধান চালাচ্ছে ডুবরিরা। সোমবার সকাল থেকে গজারিয়া কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। কোস্টগার্ড জানান, গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঝ নদীতে নিখোঁজ বাল্কহেডের খোঁজ পাওয়া যায়। বাল্কহেডের ভেতরে কোন মরদেহ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাল্কহেডের ভেতর থেকে ব্যবহৃত মশারি পাওয়া গেছে। প্রায় ১০০ ফুট পানির নিচে বাল্কহেডটি পাওয়া যায়। ডুবুরিরা সন্ধান চালাচ্ছে। বিআইডব্লিউটিএর সদরঘাটের যুগ্ম পরিচালক আব্দুস সালাম জানান, আগে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করা হচ্ছে। তারপর বাল্কহেডটি তোলা হবে। ডুবরিরা এখন বাল্কহেডের ভিতরে অনুসন্ধান চালাচ্ছেন। নাটোরে কৃষক হত্যাকারীদের ফাঁসি দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ নবেম্বর ॥ সিংড়ায় কৃষক আলমগীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন এলাকার সহস্রাধিক নারী-পুরুষ। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, নাসির হাজি, ইয়াজিদ সরদার প্রমুখ।
×