ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাসড়কে চলছে অবৈধ যান ॥ বাড়ছে সড়ক দুর্ঘটনা

প্রকাশিত: ০৯:৪২, ১৯ নভেম্বর ২০১৯

মহাসড়কে চলছে অবৈধ যান ॥ বাড়ছে সড়ক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, লেগুনা, ভ্যানগাড়ি ও নসিমনসহ তিন চাকার ছোট ছোট যানবাহন। মহাসড়কে এসব যানবাহন নিষিদ্ধ থাকলেও হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়েই সোমবারও সোনারগাঁয়ের কাঁচপুর, রূপগঞ্জের যাত্রামুড়া, তারাব, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল ও বন্দরে মদনপুরসহ বিভিন্ন এলাকায় অবাধে এসব যানবাহন চলাচল করতে দেখা গেছে। এতে ঘটছে সড়ক দুর্ঘটনা। এগুলো বন্ধ না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা অতিক্রম করেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। এ জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। যা বন্দর থানার মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ হয়ে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা ও মেঘনাঘাট পর্যন্ত এ মহাসড়কটির বিস্তৃতি রয়েছে। আবার সোনারগাঁয়ের কাঁচপুর থেকে শুরু হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। যা আড়াইহাজারের পাঁচরুখী পর্যন্ত এ মহাসড়কটির বিস্তৃতি রয়েছে। অথচ দীর্ঘদিন ধরেই এ মহাসড়কে অবৈধভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিক্সা, লেগুনা, ভ্যানগাড়ি ও নসিমনসহ তিন চাকার বিভিন্ন যানবাহন। এতে মহাসড়কে যে কোন সময় ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। খবর নিয়ে জানা যায়, মহাসড়কে এসব যানবাহন চলাচল কাগজে-কলমে নিষিদ্ধ হলেও ‘স্থানীয় রাজনৈতিক নেতা’ ও পুলিশকে ম্যানেজ করেই চলছে এসব যানবাহন।
×