ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮ টন চোরাই তার জব্দ

প্রকাশিত: ০৯:৪৩, ১৯ নভেম্বর ২০১৯

৮ টন চোরাই তার জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় অভিযান চালিয়ে ৮ টন চোরাই তার জব্দ করেছে পুলিশ। সোমবার জামালদী এসকে সিমেন্ট কারখানার ভেতর থেকে ৮ টন চোরাই তার জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার জামালদীর এসকে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ টন বিদ্যুতের তার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। অভিযান পরিচালনাকালে কুমিল্লা পলী বিদ্যুত সমিতি-৩ এর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন দেলোয়ার হোসেন, রিকু ওরফে রিন্টু, গোলাম মাওলা, হুমায়ূন। ইট মালিক সমিতির সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ নবেম্বর ॥ ইটভাঁটিতে কাঠখড়ি পোড়ানোর প্রস্তাব নিয়ে সোমবার ঠাকুরগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ।
×