ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবি এক শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশিত: ০৯:৫১, ১৮ নভেম্বর ২০১৯

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবি এক শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনায় ডুবে যাওয়া নিখোঁজ বাল্কহেড এমভি নাদিয়ার খোজ মিলেছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে নয়ানগরে এর খোঁজ মিলে। দুপুর সাড়ে ৩টায় বাল্কহেডটির ভিতর থেকে মো. আসলাম নামে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবরিরা। তবে এখনও আব্দুল মান্নান (৬০) ও ইমদাদ (৪০) নিখোজ রয়েছেন। এদের সকলের বাড়ি বাড়ি বরগুনা জেলায়। বাল্কহেডটির ভিতররে আর কোন লাশ আছে কিনা তার সন্ধান চালাচ্ছে ডুবরিরা। সোমবার সকাল থেকে গজারিয়া কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফটেন্যান্ট এমএম আসিফ জানান, গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঝ নদীতে নিখোঁজ বাল্কহেডের খোঁজ পাওয়া যায়। বাল্কহেডের ভেতরে কোনো মরদেহ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাল্কহেডের ভেতর থেকে ব্যবহৃত মশারি পাওয়া গেছে। প্রায় ১০০ ফুট পানির নিচে বাল্কহেডটি পাওয়া যায়। ডুবুরিরা সন্ধান চালাচ্ছে। বিআইডব্লিউটিএর সদরঘাটের যুগ্ন পরিচালক আব্দুস সালাম জানান, আগে নিখোজ শ্রমিকদের সন্ধান করা হচ্ছে। তারপর বাল্কহেডটি তোলা হবে। ডুবরিরা এখন বাল্কহেডের ভিতরে অনুসন্ধান চালাচ্ছেন। সূর্যাস্ত পর্যন্ত উদ্ধার কাজ চলবে। এর মধ্যে নিখোজদের সন্ধান না পাওয়া গেলে মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার কাজ চলবে। উল্লেখ্য রবিবার ভোর সোয়া ৫টার বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় ঘুমন্ত তিন শ্রমিকসহ গজারিয়া ঘাটের কাছে নোঙ্গর করা এমভি নাদিয় নামে একটি বাল্কহেড মেঘনায় ডুবে যায়। পরে সকালে ঢাকার সদর ঘাট থেকে লঞ্চটির চালক মো. শহিদুল ইসলাম এবং দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে আটক করে সদরঘাট বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে সাক্ষীসহ হস্তান্তর করা হয়।
×