ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরডিএর হিসাবরক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১১:১২, ১৯ নভেম্বর ২০১৯

আরডিএর হিসাবরক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েও জালিয়াতির মাধ্যমে আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবরক্ষক রুস্তম আলীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে আরডিএ ভবনের সামনে থেকেই তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ আল-আমিন, নাজমুল হোসাইন ও আদালত পরিদর্শক আমীর হোসাইন এ অভিযান চালান। এর আগে গত ২ অক্টোবর আরডিএ’র সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করে দুদক। মামলায় আরডিএ’র চেয়ারম্যান ও হিসাবরক্ষক ছাড়াও আরও দুইজন কর্মকর্তা এবং ছয়জন প্লট গ্রহিতাকে আসামি করা হয়। পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েও ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৫ সালে আরডিএ’র চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩ কাঠার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দ করার ঘটনায় মামলাটি দায়ের হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক মামলাটি করে।
×