ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১ জানুয়ারি থেকে যত্রতত্র রাস্তা পার হলে জরিমানা ॥ মেয়র আতিক

প্রকাশিত: ১১:১২, ১৯ নভেম্বর ২০১৯

১ জানুয়ারি থেকে যত্রতত্র রাস্তা পার হলে জরিমানা ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি করা বন্ধে ও সড়কে শৃঙ্খলা আনতে নবেম্বর-ডিসেম্বর দু’মাসে প্রচার চালানো ও কঠোরভাবে সবকিছু মনিটরিং করা হবে। তবে ১ জানুয়ারি থেকে কোন পথচারী নিয়ম না মেনে অবৈধভাবে যত্রতত্র রাস্তা পার হলে সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পথচারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর আসাদ এ্যাভিনিউয়ে গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সামনে ডিএনসিসি কর্তৃক স্থাপিত ডিজিটাল পুশ বাটন পর্যবেক্ষণ এবং ট্রাফিক সচেতনতা কার্যক্রম করার সময় মেয়র এসব কথা বলেন। এ সময় মেয়রের সঙ্গে নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও স্থানীয় কমিশনারসহ সিটি কর্পোরেশন, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ট্রাফিক আইন বাস্তবায়নে নাগরিকদের সহায়তা করতে ও এ সম্পর্কে সচেতনতা তৈরি করতে নিজেই বাঁশি ফুঁকে প্রায় ২ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। সিগন্যালের ফাঁকে ফাঁকে নিজেই বাস ট্রাক, রিক্সা, প্রাইভেটকার চালকসহ স্থানীয় নাগরিকদের পুশ বাটন কেন চাপবেন ও কেন সবুজ বাতি লাল বাতি জ্বললে থামতে হবে এবং কখন গাড়ি ছাড়তে হবে তার নিয়মাবলী অবগত করেন। এ সময় তিনি দোকানপাট, ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে ট্রাফিত আইন মানতে ও সরকারের সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কিত নানা লিফলেট বিতরণ করেন। সচেতনতামূলক কার্যক্রম শেষে মেয়র গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় তিনি সিদ্ধান্ত দেন স্কুলের সামনে বসানো ডিজিটাল পুশ বাটন ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ট্রাফিক এবং স্কুলের পক্ষ থেকে দুই শিফটে ১৪ জন দায়িত্ব পালন করবেন।
×