ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা

প্রকাশিত: ১১:১৫, ১৯ নভেম্বর ২০১৯

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে অটোরিক্সার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে ভাটারায় ডিবি পুলিশ পরিচয়ে দুই বিদেশগামী যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভাটারায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুই বিদেশগামী যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার সময় হুমায়ূন কবির (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে প্রগতি স্মরণির নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় অটোরিক্সার ধাক্কায় মালিহা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। তিনি তেজকুনিপাড়া এলাকার ফকিন্নিবাজার এলাকায় থাকতেন। তিনি এলাকায় ভিক্ষাবৃত্তি করত বলে স্থানীয়রা জানান। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হাসনাত খন্দকার জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভিক্ষা করতে বের হন মালিহা বেগম। তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচে আসলে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। চালক সিরাজকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
×