ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল তরুণদের বিশ্বকাপ জয়

প্রকাশিত: ১১:৪২, ১৯ নভেম্বর ২০১৯

ব্রাজিল তরুণদের বিশ্বকাপ জয়

জিএম মোস্তফা ॥ বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে স্বপ্নের এই শিরোপা উঁচিয়ে ধরেছিল কার্লোস-রোনাল্ডোরা। এরপর গত দেড় শতকেরও বেশি সময়ে আর বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারেনি সেলেসাওরা। ২০১৮ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে পারেনি ব্রাজিল। তবে নেইমার-কুতিনহোরা যা পারেনি সেটাই করে দেখাল ব্রাজিলের অনুর্ধ-১৭ দল। রবিবার ফাইনালে তারা ২-১ গোলে নাটকীয়ভাবে মেক্সিকোকো হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল তারা। ২০০৩ সালের পর অনুর্ধ-১৭ ব্রাজিলের এটাই প্রথম শিরোপা। সবমিলিয়ে চতুর্থ শিরোপা। অনুর্ধ-১৭ বিশ্বকাপে সেলেসাওরা প্রথম শিরোপা জিতেছিল ১৯৯৭ সালে। এরপর ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপেও শিরোপা উঁচিয়ে ধরে তারা। সেই সময়ে যুবদের এই বিশ্বকাপে দাপট দেখানো ব্রাজিলের পারফর্মেন্স গত ১৬ বছরে ছিল একেবারেই নিষ্প্রভ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পেলে-রোনাল্ডোদের উত্তরসূরিরা। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয় ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে স্বাগতিক দলের খেলোয়াড়রা। পুরো ম্যাচে ক্রসবারে দুইবার বল লাগায় তারা। এছাড়াও গোলের কয়েকটি দারুণ সুযোগ নষ্ট করে সেলেসাওরা। কিন্তু মেক্সিকানদের দুর্দান্ত রক্ষণভাগের কারণে কোন গোলের দেখা পায়নি তারা। মেক্সিকোও কোন গোল করতে পারেনি ব্রাজিলের বিপক্ষে। যে কারণে প্রমার্ধ গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পরই জ্বলে ওঠে মেক্সিকো। ইউজেনিও পিজ্জুটোর বাম উইংয়ের ক্রস থেকে গঞ্জালেস হেড দিয়ে সফরকারীদের প্রথম এগিয়ে দেন। পিছিয়ে পড়ে স্বাগতিক দর্শকরা নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু হাল ছাড়েনি তারা। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুই গোলে পিছিয় থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছিল ব্রাজিল। যেন সেই ম্যাচের অনুপ্রেরণা নিয়েই ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পায় তারা। ৮৪ মিনিটে গ্যাব্রিয়েল ভেরনকে ফাউলের অপরাধে জেসুস গোমেজের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আন্দ্রিস ট্রেইমানিস। যদিও প্রথমদিকে রেফারি পেনাল্টির বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ভিএআর এর সহায়তায় ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয়। স্পট কিক থেকে কাইয়ো জর্জ গোল করতে কোন ভুল করেননি। যদিও মেক্সিকান গোলরক্ষক এডুয়ার্ডো গার্সিয়া শটটি প্রায় ধরেই ফেলেছিলেন। এই গোলের সৌজন্যেই সমতায় ফিরে ব্রাজিল। এর ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট। রোমাঞ্চ যেন তখনও বাকি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটেই দারুণ এক গোল করে ব্রাজিলকে জয় উপহার দেন লাজোরো। এর ফলে ২-১ গোলে জিতে টুর্নামেন্টের চতুর্থ শিরোপা জয়ের স্বাদ পায় সেলেসাওরা। ব্রাজিলকে ম্যাচে ফেরানোর পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অবশ্য যথেষ্ট বিতর্ক রয়েছে। ম্যাচের পর মেক্সিকোর কোচ হোসে মারিয়া এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এ রিভিউ নেয়ার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছেন রেফারিরা।’ প্রথমে এগিয়ে গিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে হেরে চরম হতাশ মেক্সিকোর কিশোররা। কেননা, গত আট বছরের মধ্যে তৃতীয়বার ফাইনালে উঠেও রিক্ত হস্তে ফিরতে হলো মেক্সিকোকে। এর আগে হল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় হয়েছে ফ্রান্স। পগবা-গ্রিজম্যানদের উত্তরসূরিরা এদিন ৩-১ গোলে পরাজিত করে হল্যান্ডকে। ৬ গোল করে ডাচম্যান সোয়ে হানসেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয় করেছেন। অনুর্ধ-১৭ বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন কেবল নাইজিরিয়া। আর মাত্র একবার চ্যাম্পিয়ন হলেই তাদের স্পর্শ করবে ব্রাজিলের কিশোররা। রোনাল্ডো-কাফুরা অবশ্য ইতোমধ্যেই রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন বিশ্বকাপে। রবিবার অনুর্ধ-১৭ বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন দেশটির জীবন্ত দুই কিংবদন্তি কাফু এবং রোনাল্ডো।
×