ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ দলবদলে অংশ নেবে বসুন্ধরা-মোহামেডান

প্রকাশিত: ১১:৪৩, ১৯ নভেম্বর ২০১৯

আজ দলবদলে অংশ নেবে বসুন্ধরা-মোহামেডান

রুমেল খান ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লীগ কমিটি নতুন মৌসুমের দল বদলের তারিখ পুনর্নির্ধারণ করে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০ নবেম্বর পর্যন্ত চলবে স্থানীয় ও বিদেশী খেলোয়াড়দের নিবন্ধন। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে যথারীতি শুরু হবে মৌসুম। ১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বাদশ আসর। যদি সেটি নাও হয় তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। স্বাধীনতা কাপ হবে প্রিমিয়ার লীগের মাঝে। এটিকে নতুনত্ব বলছে লীগ কমিটি। এবারের দল বদল আলোচিত হচ্ছে অন্য একটি কারণে। কারণটির নাম ‘ক্যাসিনো’! আরামবাগ, মুক্তিযোদ্ধা ও মোহামেডান ... এই তিনটি ক্লাব সময় বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু বাফুফে তা মানেনি। প্রিমিয়ার লীগের সর্বশেষ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ইতোমধ্যেই দল গুছিয়ে ফেলেছে। গণমাধ্যমের কাছে রবিবার ২০ জনের একটি তালিকাও পাঠিয়েছে তারা। একই কাজ করেছে সাইফ স্পোর্টিং ক্লাব এবং রহমতগঞ্জ এমএফএস। বাফুফে জানিয়েছে আজ বসুন্ধরা কিংস, মোহামেডান, উত্তর বারিধারা, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং পুলিশ এসি বাফুফেতে এসে দল বদল প্রক্রিয়া সম্পন্ন করবে। ক্যাসিনো ঝড়ে বিধ্বস্ত মোহামেডান নাকি বাদ্য-বাজনা বাজিয়া ও ঘোড়ার গাড়ি নিয়ে এসে, পটকা ফাটিয়ে, আতশবাজি পুড়িয়ে দল বদল করবে। নবেম্বরে প্রথম সপ্তাহেই শোনা যায় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কোচ মারুফুল হক। শেখ কামাল ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীর খ-কালীন কোচের দায়িত্ব পালন করলেও গুঞ্জন ছড়িয়ে পড়েÑ নতুন মৌসুমে তা স্থায়ী হতে চলেছে। সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের কোচিংয়ে চমক দেখাতে চায় দুই মৌসুম পর প্রিমিয়ারে ফেরা উত্তর বারিধারা ক্লাব। নবাগত পুলিশ এসি নিয়েছে সাইপ্রাসের কোচ নিকোলা ভিতরভিককে। কিংস পুরনো ফুটবলারদের মধ্যে আনিসুর রহমান জিকো, মিতুল হাসান, মাকসুদুর রহমান মোস্তাক, নুরুল নাইম, ইমন বাবু, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মাহবুবুর রহমান সুফিল, আলমগীর রানা, ইব্রাহিমের সঙ্গে বিদেশী ড্যানিয়েল কলিন্দ্রেস, বখতিয়ার দুইশবেকভকে রেখেছে। নতুন নিয়েছে লেবাননের জালাল কদো, আর্জেন্টাইন নিকোলাস দেলমন্তকে। বাংলাদেশী কোটায় নিয়েছে নাইজিরিয়ান এলিটা কিংসলেকে, ফিনল্যান্ডে খেলা প্রবাসী ফুটবলার তারিক কাজীও আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। স্থানীয়দের মধ্যে নতুন আবাহনীর আতিকুর রহমান ফাহাদ, তপু বর্মণ, আরামবাগের রবিউল, শেখ রাসেলের বিপলু আহমেদ, ইয়াসিন খান ও বিশ্বনাথ ঘোষ। শেখ রাসেলের চমক ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক ফুটবলার ক্রিস্টোফার হার্ডকে নেয়া। ধরে রেখেছে রাফায়েল ওদোইনকে। শিরোপা পুনরুদ্ধারে আবাহনীও ভাল দল গড়েছে। মোহামেডান এবার একটি তারুণ্য নির্ভর দল গড়েছে। ইতোমধ্যে ২৬ খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও করেছে। গতবারের দলের বেশিরভাগ খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে মোহামেডান। মাত্র ৭ জন পুরনো মুখ এবার দেখা যাবে ক্লাবটিতে। বাকি সবই নতুন এবং তরুণ। আরামবাগের গোলরক্ষক ও জাতীয় দলে খেলা মাজহারুল ইসলাম হিমেল যোগ দিয়েছেন মোহামেডানে। এর আগেও তিনি দুই মৌসুম মোহামেডানের হয়ে খেলেছিলেন। গত মৌসুমের যে ৭ ফুটবলারকে ধরে রাখছে মোহামেডান, তারা হলেনÑ গোলরক্ষক আহসান হাবিব বিপু, ডিফেন্ডার শ্যামল বেপারী, সেন্ট্রাল মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ, আমির হাকিম বাপ্পী, মোঃ মিঠু, অনীক ঘোষ ও ইউসুফ সিফাত। হিমেল বাদে নতুন যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সোহানুর রহমান, নোফেলের ডিফেন্ডার ফরহাদ মনা, শেখ রাসেলের ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার শাহেদ হোসেন, আরামবাগের ডিফেন্ডার আতিকুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্ডার হুমায়ুন কবির খান, গোলরক্ষক জসিম উদ্দিন, শেখ রাসেলের মিডফিল্ডার রুম্মন হোসেন, নোফেলের ডিফেন্ডার মাসুদ রানা মৃধা, কামরুল ইসলাম, সকার ক্লাবের ডিফেন্ডার ইমন খান, সাইফের মিডফিল্ডার কবির, মুক্তিযোদ্ধার মিডফিল্ডার রাকিব খান ইভান, সাইফের ফরোয়ার্ড ওসাই মং মারমা, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার অনিক হোসেন, ভিক্টোরিয়ার মিডফিল্ডার আবিদ হোসেন সাইফ, শেখ রাসেলের ডিফেন্ডার ফরহাদুজ্জামান বাবু ও বিজেএমসির সাব্বির আহমেদ সুমন। বিদেশী খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমে খেলে যাওয়া মালির ওমসান ও সোলেমান এবং জাপানের মিডফিল্ডার উরু এবারও থাকছেন। সম্প্রতি অ-১৮ ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নোফেলের কাছে হেরে রানার্সআপ হয় সাইফের যুবদল। সাইফের মূল দল এই যুবদলের ২৫ খেলোয়াড়দের সঙ্গে এক দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। সাইফই বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব, যারা মৌসুম শুরুর আগে বিদেশে গিয়ে (ভারতে) কন্ডিশনিং ক্যাম্প করেছিল।
×