ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগে শিরোপার দ্বারপ্রান্তে খুলনা

প্রকাশিত: ১১:৪৫, ১৯ নভেম্বর ২০১৯

জাতীয় ক্রিকেট লীগে শিরোপার দ্বারপ্রান্তে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২১তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে আছে খুলনা বিভাগ। যদি বিশেষ কোন অঘটন না ঘটে, তাহলে শিরোপা খুলনা শিবিরেই শোভা পেতে পারে। এরইমধ্যে মাত্র ২ রানে এগিয়ে থাকা ঢাকা বিভাগের ৫ উইকেট যে পড়ে গেছে। তবে এ দুই দলের ম্যাচটিতে ঢাকার পেসার শাহাদাত হোসেন রাজিবকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তিনি যে সতীর্থ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাত তুলে শেষ রাউন্ড থেকে নিষিদ্ধ হয়েছেন। এমনও হতে পারে এক বছর ক্রিকেট থেকেই নিষিদ্ধ হতে পারেন শাহাদাত। লীগের শেষ রাউন্ডের বাকি ম্যাচগুলোর মধ্যে রাজশাহীর বিরুদ্ধে রংপুর ভাল অবস্থানে আছে। ২৪৮ রানে এগিয়ে গেছে। আর দ্বিতীয় স্তরে ঢাকা মেট্রোর বিরুদ্ধে বরিশাল ২২ রানে এখনও পিছিয়ে আছে। প্রথম স্তর ॥ এবার লীগে চ্যাম্পিয়ন হবে কোন দল? আজ তার ফয়সালা হয়ে যাবে। তবে বোঝা যাচ্ছে, খুলনাই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। ঢাকা প্রথম ইনিংসে ২৭৯ রান করে। জবাবে খুলনা প্রথম ইনিংসে দ্বিতীয় দিন ৩ উইকেট হারিয়ে ২৫২ রান করেছিল। তুষার ইমরান (৭৫*) ও নুরুল হাসান সোহান (৫৬*) অপরাজিত ছিলেন। তৃতীয়দিন তুষার ৮২ রানে আউট হলেও সোহান ২২৭ বলে ১৩ চার ও ৭ ছক্কায় ১৫০ রান করে অপরাজিত থাকেন। দল ৩৭৯ রানে অলআউট হয়। শুভাগত হোম ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ঢাকা ৫ উইকেট হারিয়ে ১০২ রান করে তৃতীয়দিন শেষ করে। ২ রানে এগিয়ে আছে ঢাকা। তবে হাতে থাকা কতদূর যেতে পারবে ঢাকা? রকিবুল হাসানের (৩৯*) পর যে আর কোন স্প্যাশালিস্ট ব্যাটসম্যান নেই। তাই ঢাকা ম্যাচটিতে হারতে পারে। আর হারলেই খুলনা শিরোপা জিতবে। জিয়াউর রহমান ৩ উইকেট নেন। তবে ম্যাচটিতে একটি অনাকাক্সিক্ষত ঘটনাই আলোচনার জন্ম দিয়েছে। যে কা-টি ঘটান শাহাদাত। তিনি ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে সতীর্থ আরাফাত সানি জুনিয়রের গায়ে হাল তুলেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচের তৃতীয় দিন এই কা ঘটে। ম্যাচের মাঝে আরাফাত সানি জুনিয়রকে বলের এক পিঠ ঘষতে বলেছিলেন শাহাদাত। কিন্তু কাজটি সঠিকভাবে করতে না পারার কথা জানান সানি। এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ঢাকা বিভাগের এই ফাস্ট বোলার। মাঠেই সানিকে চড়-থাপ্পর দেয়া শুরু করেন তিনি। ঘটনাটি সবার নজরে পড়ে। তাৎক্ষণিকভাবে বিসিবির কাছে শাহাদাতের বিরুদ্ধে রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে আপাতত চলমান ম্যাচ থেকে নাম কাটা পড়েছে শাহাদাতের। ম্যাচ থেকে বহিষ্কার করা হয়েছে শাহাদাতকে। ৩৩ বছর বয়সী এই পেসার আরও কড়া শাস্তির সম্মুখীন হতে পারেন। এক বছর নিষিদ্ধ হতে পারেন। রাজশাহীতে স্বাগতিক রাজশাহীর বিরুদ্ধে ভাল অবস্থানে আছে রংপুর। রংপুর প্রথম ইনিংসে ২৭৪ রান করেছে। জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ফরহাদ হোসেনের ৭৫ রানের সঙ্গে ওপেনার অভিষেক মিত্রর ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ২২৪ রান করেছিল রাজশাহী। তৃতীয়দিন ২৫৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রংপুর ৬ উইকেট হারিয়ে ২২৮ রান করে দিন শেষ করে। তানভির হায়দার ৭২ ও রিশাদ হোসেন ১৮ রানে অপরাজিত আছেন। ২৪৮ রানে এগিয়ে থেকে এখন চতুর্থদিনের খেলা শুরু করবে রংপুর। দ্বিতীয় স্তর ॥ বরিশাল প্রথম ইনিংসে ৪১৪ রান করে। জবাব ভালভাবেই দেয় ঢাকা মেট্রো। তারাও প্রথম ইনিংসে ৪৬৬ রান করে। ঢাকা মেট্রো প্রথম ইনিংসে দ্বিতীয়দিনে ২ উইকেট হারিয়ে ২২৫ রান করেছিল। শামসুর রহমান ৯০ ও মার্শাল আইয়ুব ৮৫ রানে অপরাজিত ছিলেন। তৃতীয়দিন দুইজনই সেঞ্চুরি হাঁকান। শামসুর ১০৩ ও মার্শাল ১০৯ রান করেন। দুইজন মিলে তৃতীয় উইকেটে ১৮৭ রানের জুটি গড়েন। আল আমিন ৯২ ও জাবিদ হোসেন অপরাজিত ৬২ রান করায় শেষপর্যন্ত ৪৬৬ রান করে ঢাকা মেট্রো। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল ৩ উইকেটে ৩০ রান করে তৃতীয় দিন শেষ করে। ম্যাচটি ড্র হয়ে যেতে পারে। স্কোর ॥ তৃতীয় দিন শেষে খুলনা-ঢাকা প্রথম স্তরের ম্যাচ-খুলনায় ঢাকা প্রথম ইনিংস ২৭৯/১০; তাইবুর ১১০, শুভাগত ৬০; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪ ও দ্বিতীয় ইনিংস ১০২/৫; ৪৪ ওভার; শুভাগত ৪২, রকিবুল ৩৯*; জিয়াউর ৩/২৩। খুলনা প্রথম ইনিংস দ্বিতীয় দিন ২৫২/৩; তুষার ৭৫*, সোহান ৫৬*, বিজয় ৫০; শুভাগত ২/২৫ ও তৃতীয়দিন ৩৭৯/১০; সোহান ১৫০*, তুষার ৮২; শুভাগত ৫/৪৬। রাজশাহী-রংপুর প্রথম স্তরের ম্যাচ-রাজশাহীতে রংপুর প্রথম ইনিংস ২৭৪/১০; সোহরাওয়ার্দী ১০৫, আরিফুল ৫৭, তানভির ৩০; দেলোয়ার ৪/৫৯ ও দ্বিতীয় ইনিংস ২২৮/৬; ৬১ ওভার; তানভির ৭২*, আরিফুল ৪৮, রিশাদ ১৮*; দেলোয়ার ৪/৭৩। রাজশাহী প্রথম ইনিংস দ্বিতীয় দিন ২২৪/৫; ফরহাদ ৭৫, অভিষেক ৬৭, জুনায়েদ ৩৭; আরিফুল ৩/৩৭ ও তৃতীয়দিন ২৫৪/১০; দেলোয়ার ১৯*; আরিফুল ৬/৪১। বরিশাল-ঢাকা মেট্রো দ্বিতীয় স্তরের ম্যাচ-বরিশালে বরিশাল প্রথম ইনিংস ৪১৪/১০; রাব্বি ১৪১, মইন ৭৫, সালমান ৭২; তাসকিন ৪/৬৭ ও দ্বিতীয় ইনিংস ৩০/৩; রাব্বি ১৯*। ঢাকা মেট্রো প্রথম ইনিংস দ্বিতীয় দিন ২২৫/২; ৬৯ ওভার; শামসুর ৯০*, মার্শাল ৮৫* ও তৃতীয় দিন ৪৬৬/১০; শামসুর ১০৩, মার্শাল ১০৯, আল আমিন ৯২, জাবিদ ৬২*; সোহাগ ৩/৯৮।
×