ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে হারিয়ে আফগানদের বদলা

প্রকাশিত: ১১:৪৬, ১৯ নভেম্বর ২০১৯

উইন্ডিজকে হারিয়ে আফগানদের বদলা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে ৩-০’ ব্যবধানে হারের বদলা টি২০ সিরিজে নিল আফগানিস্তান। ভারতের লক্ষেèৗয়ে ২-১এ জিতল রশিদ খানের দল। প্রথম টি২০তে ৩০ রানের জয়ে এগিয়ে গিয়েছিল কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৪১ রানের জয়ে সমতায় ফেরে আফগনরা। তৃতীয় ও শেষ ম্যাচে তাদের জয় ২৯ রানে। অটল বিহারি বাজপেয়ি ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৭ উইকেটে ১২৭ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ৫২ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংসে ম্যাচসেরা ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। সিরিজসেরা পেস বোলিং-অলরাউন্ডার করিম জানাত। দীর্ঘ প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরেই পোলার্ডের নেতৃত্বের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু টি২০তে দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ। একই ভেন্যুতে ২৭ নবেম্বর শুরু দু’দলের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর স্বাগতিক ভারতের সঙ্গে সমান তিনটি করে টি২০ ও ওয়ানডে খেলবে ওয়েস্ট উইন্ডিজ। আফগানদের দারুণ জয়ের নায়ক ১৭ বছর বয়সী রহমানউল্লাহ। মাত্র ৫২ বলে ছয় চার ও পাঁচ ছক্কায় খেলেছেন ৭৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। টস জিতে ব্যাটিংয়ে নামা রশিদদের ইনিংস গড়ে ওঠে এই ওপেনারকে ঘিরে। তিন ওভারের মধ্যে হজরতউল্লাহ জাজাই ও করিম জানাতকে শেলডন কটরেল ফিরিয়ে দিলেও এর প্রভাব দলের ওপর পড়তে দেননি রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ৩২ রানের জুটিতে ধাক্কা কিছুটা সামাল দেন তিনি। যেখানে ইব্রাহিমের অবদান মাত্র ১ রান! চতুর্থ উইকেটে অভিজ্ঞ আসগর আফগানের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন রহমানউল্লাহ। আসগর ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি রহমানউল্লাহ। শেষদিকে মোহাম্মদ নবির ৭ বলে ১৫ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড সংগ্রহ গড়ে আফগানিস্তান। আগের সর্বোচ্চ ছিল আগের ম্যাচে করা ১৪৭ রান। রান তাড়ায় শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
×