ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে তীব্র ডিজেল সঙ্কট

প্রকাশিত: ১১:৫৪, ১৯ নভেম্বর ২০১৯

সিলেটে তীব্র ডিজেল সঙ্কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় সিলেটে চরম আকার ধারণ করেছে ডিজেল সঙ্কট। এই পরিস্থিতিতে আন্দোলনে নেমেছেন ট্যাঙ্কলরী শ্রমিকসহ ব্যবসায়ীরা। বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, সিলেটে সপ্তাহে ৫০ লাখ লিটার ডিজেলের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৫ থেকে ৭ লাখ লিটার। এজন্য রেলকে দুষছেন তারা। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ইঞ্জিন সঙ্কট আর লাইন জটিলতায় সময়মতো আসছে না ডিজেল ওয়াগন। দেড় সপ্তাহ ধরে বিপণনকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনায় বারবার যোগাযোগ করেও জ্বালানি তেল পাচ্ছেন না সিলেটের পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরির মালিক শ্রমিকরা। দুই একদিনের মধ্যে জ্বালানির ব্যবস্থা না করা হলে সিএনজি স্টেশনসহ বিভিন্ন কারখানা বন্ধ হওয়ার আশঙ্কায় রবিবার ডিজেলের স্বাভাবিক সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেন তারা। বিপণনকারী প্রতিষ্ঠান বলছে, সিলেটে সপ্তাহে ডিজেলের চাহিদা ৫০ লাখ লিটার। যদিও চাহিদার ৮ ভাগের ১ ভাগও সরবরাহ করতে পারেন না তারা। এজন্য দায়ী করছেন রেলের দুর্বল ব্যবস্থাপনাকে। যমুনা ডিপোর বিভাগীয় সহকারী মার্কেটিং অফিসার আব্দুল বাকী বলেন, প্রতিদিন যে পরিমান চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না।
×