ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার বেড়েছে লবণের দাম

প্রকাশিত: ০৩:৩২, ১৯ নভেম্বর ২০১৯

এবার বেড়েছে লবণের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমে ভাবা হয়ছিলো গুজব।সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে রটে যায় লবণের দাম বাড়ছে। প্রথমে তা ছড়িয়ে পড়ে জেলা শহরগুলোতে।এখন এই গুজব সত্যি হেয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের কিছু জেলায় লবনের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ীরা মুনাফা লোটার চেষ্টা করছে। কয়েক জেলায় স্থানীয় প্রশাসন বেশকিছু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও দিয়েছে। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে রটে যায় পেঁয়াজের মত লবণের দাম বাড়বে।এটাও বলা হয় যে লবনের সরবরাহ নেই। এর পরই ভোক্তারা অধিক পরিমাণে লবণ কিনতে শুরু করেন। পাড়া-মহল্লার দোকানগুলোতে লবণ বিক্রি বেড়ে যায়। মুদির দোকনাগুলোতে দোকানগুলোতে লবণ কিনতে লোকজন ভিড় করেন। আজ মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর এলাকয় প্রতি লবনের কেজি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। গুজব নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন মাঠে নেমেছে বলে জানা গেছে।
×