ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জরাজীর্ণ স্মৃতিসৌধ ॥ অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ

প্রকাশিত: ০৫:০৬, ১৯ নভেম্বর ২০১৯

জরাজীর্ণ স্মৃতিসৌধ ॥ অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জরাজীর্ণ স্মৃতিসৌধটি দেখে প্রতিদিন অনেক মানুষ ক্ষোভ প্রকাশ করেন। অর্থের অভাবে দীর্ঘ দিন ধরে এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। প্রায় ১৫ মাস পূর্বে শহরের প্রাণ কেন্দ্রে স্মৃতিসৌধ নির্মাণের জন্যে ২১ সদস্য একটি কমিটি গঠন করা হয়। সরকারি বরাদ্দের মাধ্যমে দুই দফা স্মৃতিসৌধ নির্মাণের কাজ করা হয়। বর্তমানে অর্থের অভাবে এ স্মৃতিসৌধ নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্মৃতিসৌধ নির্মাণ কমিটি’র আহবায়ক কমরেড নুরুজ্জামান জানান, স্মৃতিসৌধ নির্মাণ কাজ সমাপ্ত করতে প্রায় আরো ৩ লক্ষ টাকা প্রয়োজন। অর্থের জন্যে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। এখনও বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত স্মৃতিসৌধ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে।
×