ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে পৃথক ঘটনায় ছয়জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:১৩, ১৯ নভেম্বর ২০১৯

বরিশালে পৃথক ঘটনায় ছয়জনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাড়াটিয়ার কাছে চার বছরের বকেয়া বাসা ভাড়া ও বিদ্যুত বিলের বকেয়া টাকা চাওয়ায় বাড়ির মালিকসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলা হাসপাতালে চিতিৎসাধীন ঘর মালিক মাহাবুব আলম জানান, দীর্ঘ চার বছর যাবত তার বসতঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো সিংগ্রা গ্রামের আসলাম শিকদার। গত চার বছর যাবত ঘর ভাড়া ও বিদ্যুত বিল না দেওয়ায় গত ১৬ নভেম্বর রাতে সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসে ভাড়াটিয়া আসলাম শিকদারের কাছে ঘর ভাড়ার টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে আসলাম শিকদারের নেতৃত্বে ওমর ফারুক, কালাম সিকদার, ইব্রাহিম সিকদারসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র দিয়ে ঘর মালিক মাহবুব আলমকে কুপিয়ে জখম করে। এসময় মাহবুব আলমকে রক্ষা করতে গিয়ে হাবিব হাওলাদার ও হারুন প্যাদা নামের দুইজন আহত হয়। অপরদিকে সোমবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার ও তার সহদর আদারী সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ওইদিন রাতেই থানা পুলিশ অবরুদ্ধ আহত আব্দুল কাদের হাওলাদার, তার পুত্র রিপন হাওলাদার ও পুত্রবধূ তাসলিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×