ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পতাকা বহন করবেন শিলা

প্রকাশিত: ০৮:২৩, ১৯ নভেম্বর ২০১৯

পতাকা বহন করবেন শিলা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে মোট চারটি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে একাই দুটি জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ ক্রীড়া আসরে অংশ নিচ্ছেন না শিলা। তারপরও এই আসরে অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। গেমসের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন তিনি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন এসএ গেমসে বাংলাদেশ সেফ দ্য মিশন এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, শিলাকে বেছে নেতে আমরা কয়েকটি বিষয় পর্যালোচনা করেছি। ১০০ ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সে-ই দক্ষিণ এশিয়ার সেরা। এই গেমসে হয়তো তার জায়গায় অন্য কেউ চলে আসবে। আর অনেক আগে থেকেই শিলা আমাদের কন্টিনজেন্টের একজন অংশ ছিল। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেও আমরা ওকে নিয়ে যাব একজন ডেলিগেট হিসেবে।’
×