ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসএ গেমসের বাস্তবতা ও প্রত্যাশা নিয়ে ফেডারেশনগুলোর অভিমত

প্রকাশিত: ০৯:১৫, ১৯ নভেম্বর ২০১৯

এসএ গেমসের বাস্তবতা ও প্রত্যাশা নিয়ে ফেডারেশনগুলোর অভিমত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এসএ গেমস: বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এক সেমিনারে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেছেন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতার দায়ভার এককভাবে কারো নয়, এটা সামগ্রিক ব্যাপার। পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারলে সময়ের ব্যবধানে সাফল্য আসে। তবে সাফল্যটা চূড়ান্ত কিছু নয়, সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারাই বড় ব্যাপার। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সম্মেলন কক্ষে বিএসপিএ আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। তার প্রবন্ধের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা এ মন্তব্য করেন। এসএ গেমসের প্রত্যাশা ও বাস্তবতার মাঝে ব্যবধান খুঁজতে অলিম্পিক, জাতীয় ক্রীড়াপরিষদ ও ফেডারেশন কর্মকর্তার পাশাপাশি খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ও খেলোয়াড়রা মুক্ত আলোচনায় অংশ নেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহযোগিতায় ও ব্লেজারবিডির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
×